প্রভাতী সংবাদ ডেস্ক:
লিবিয়া, ভূমধ্যসাগরের তীরে অবস্থিত উত্তর আফ্রিকার একটি দেশ। রাজধানী ত্রিপোলির পূর্ব উপকূল থেকে ইউরোপের উদ্দেশে পাড়ি দেওয়ার প্রস্তুতিকালে পাঁচ শতাধিক বাংলাদেশিকে আটক করেছে পুলিশ।
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামীম উজ জামান এই খবরের সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান আটককৃতদের মধ্যে ২৪০ জনর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে।
২০১৬ সালে ছয় শতাধিক অভিবাসীকে সাগর থেকে উদ্ধার করা হয়। এরপর একদিনে উপকূল থেকে বিপুলসংখ্যক বাংলাদেশিকে আটকের ঘটনা এটিই প্রথম।
২০২০ সালে এক বন্দিশালায় বাংলাদেশি ২৬ জন অভিবাসন প্রত্যাশীকে হত্যা করা হয়। এই ঘটনার পর অবৈধ অভিবাসীদের যাতায়াতে কিছুটা ভাটা পড়েছিল। করোনাকালে যাতায়াত ছিল অনেকটাই বন্ধ।
প্রসঙ্গক্রমে উল্লেখ্য, যুদ্ধবিদ্ধস্ত লিবিয়ায় চার বছরেরও বেশি সময় বাংলাদেশিদের ভ্রমণ নিষিদ্ধ ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় ২০১৬ সালে একটি ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে।
বাংলাদেশের উচ্চ আদালতে এই নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করা হলে আদালত মন্ত্রণালয়ের নোটিশের পক্ষেই রায় দেয়। এ বছরের শুরুতে রাজনৈতিক সিদ্ধান্তের প্রেক্ষিতে এই ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয় ।
এরপর থেকে কর্মসংস্থান ভিসা নিয়ে অনেকেই লিবিয়ায় যাচ্ছেন। কিন্তু সেখানে কর্মসংস্থান না খুঁজে সাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন।
গত তিন মাসে পাঁচ শতাধিক বাংলাদেশিকে সাগর থেকে উদ্ধার করে দেশে পাঠানো হয়েছে বলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে।