More

    ফপই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারন সভা

    প্রভাতী সংবাদ ডেস্ক:

    গতকাল শুক্রবার গ্রান্ড প্রিন্স, সুলতান ম্যানসন, মিরপুর-১২ তে অনুষ্ঠিত হলো ফপই অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সাধারন সভা, দোয়া ও ইফতার মাহফিল। সাধারন সভায় সভাপতিত্ব করেন ফপই অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর আহবায়ক কমিটির আহবায়ক ইন্জিনিয়ার আব্দুল আজিজ সিকদার। উপস্থিত ছিলেন, ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউট থেকে পাশ করা বিভিন্ন ব্যাচের সদস্যবৃন্দ। প্রায় ২০০ সদস্যের উপস্থিতিতে এ সাধারন সভা অনুষ্ঠিত হয়।

    পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে সাধারন সভা শুরু হয়। কোরআন তেলোয়াত করেন ইন্জিনিয়ার সেকান্দার আলী (ব্যাচ-২০০১)। এর পরে শুরু হয় পরিচিতি পর্ব। পরিচিতি পর্বে উপস্থিত নিজ নিজ অবস্থান থেকে সকলে তাদের পরিচয় প্রদান করেন।

    Image 10000 74
    বক্তব্যরত ইন্জিনিয়ার কাজী আনোয়ার হোসেন

    পরবর্তীতে শোক প্রস্তাব পেশ করেন ইন্জিনিয়ার মুজিবুর রহমান (ব্যাচ-৮৬), তিনি ফপই অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর ৩২ জন মৃত্যুবরনকারী সদস্যদের নামের উপর শোক প্রস্তাব পেশ করেন।

    সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সভার সভাপতি ও আহবায়ক ইন্জিনিয়ার আব্দুল আজিজ সিকদার। তিনি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, “আমি ফপই অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সদস্য হিসাবে ছিলাম। কখনোই কোন পদের আসার জন্য চেষ্টা করিনি। কিন্তু বর্তমানে চলছে ফপই অ্যালামনাই অ্যাসোসিয়েশন ক্রান্তিকাল। এই ক্রান্তিকালে অনেকটা বাধ্য হয়েই আমাকে আহবায়ক হতে হয়েছে। এখানে দুটি গ্রুপ স্পষ্ট প্রতিয়মান হয়েছে। এর মধ্যে একটা গ্রুপ এই সুন্দর সংগঠনকে ভাঙ্গার কাজে লিপ্ত হয়েছে। আমি চেষ্টা করেছি উভয় পক্ষকে একটা প্লাটফর্মে আনতে। কিন্তু আমার প্রচেষ্টার বিপরীতে আমাকে যেভাবে কথা বলা হয়েছে তাতে আমি খুব ব্যথিত হয়েছি। তারপরও আমি ঐক্যের চেষ্টা অব্যাহত রাখবো ইনশাল্লাহ।”

    Image 10000 71
    ফপই অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সাধারন সভা, দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত সদস্যদের একাংশ

    উপস্থিত সদস্যদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইন্জিনিয়ার কাজী আনোয়ার হোসেন (ব্যাচ-৮৯), সদস্য সচিব ইন্জিনিয়ার কাজী আব্দুল বারিক (ব্যাচ-৯১), ইন্জিনিয়ার হাবিবুর রহমান আকন (ব্যাচ-৮৩), ইন্জিনিয়ার গোলাম ফারুক (ব্যাচ-৮৩), ইন্জিনিয়ার আবু সুফিয়ান (ব্যাচ-৮৪), ইন্জিনিয়ার লুৎফর রহমান (ব্যাচ-৮৪), ইন্জিনিয়ার মুজিবুর রহমান (ব্যাচ-৮৬), ইন্জিনিয়ার আব্দুস সামাদ পাওনদার (ব্যাচ-৮৮), ইন্জিনিয়ার মোঃ কামরুল ইসলাম (ব্যাচ-২০০০) এবং ইন্জিনিয়ার এ, কে, আজাদ (ব্যাচ-৯৮)।

    Image 10000 72
    আহবায়ক ইন্জিনিয়ার আব্দুল আজিজ সিকদার এর সাথে উপস্থিত সদস্যবৃন্দ

    ইন্জিনিয়ার এ,কে আজাদ তার দীর্ঘ বক্তব্যে ফপই অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর গোড়াপত্তন সেই ২০১৭ সাল থেকে এ পর্যস্ত সকল কর্মকান্ড তুলে ধরেন। তিনি আবেগঘন বক্তবে আরো বলেন, ”কাজ করতে গিয়ে হয়তো আমার কোন ভুল ভ্রান্তি থাকতে পারে তবে আমি এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনে এর কোন বিভক্তি কখনোই চাইনি, এখনো চাই না, ভবিষ্যতেও চাই না। বিভিন্ন সময় আমার দেয়া বক্তব্যকে কেউ কেউ অতি রন্জিত করে মিথ্যা ও বানোয়াট তথ্য সংযুক্ত করে বিভিন্ন সদস্যদের মাঝে প্রচার করে আমাকে সকলের কাছে হেয় প্রতিপন্ন করেছে। আমার প্রাণের সংগঠন ফপই অ্যালামনাই অ্যাসোসিয়েশন-কে গতিশীল রাখার স্বার্থে প্রয়োজনে আমি সংগঠন ত্যাগ করতেও প্রস্তুত আছি। এরপরও আমি চাই সংগঠনটি সঠিকভাবে এগিয়ে যাক। আমি দ্বিখন্ডিত অ্যালামনাই অ্যাসোসিয়েশন চাই না। আমি আশা করবো সবারই বোধদয় হবে এবং সবাই আবার ফপই অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে।”

    সাধারন সভায় সর্ব সম্মতিক্রমে দ্রুততম সময়ে একটি পূর্ণাংগ নির্বাহী কমিটি গঠণ করার ব্যাপারে আহবায়ক কে ক্ষমতা দিয়ে আহ্বায়ক সহ ১১ সদস্য বিশিষ্ট একটি সাবজেক্ট (সার্চ) কমিটি গঠনের সিধান্ত গৃহীত হয়।

    Image 10000 73
    ফেলোশিপ এর অংশবিশেষ

    আলোচনা শেষে ফপই অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সদস্য ভাই বোন যার ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতী মোঃ হাফিজুর রহমান। সাধারন সভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইন্জিনিয়ার মো: আব্দুস সালাম খান, স্বপন।

    দোয়া মাহফিল এর পরে উপস্থিত সকলে ইফতারে অংশ গ্রহণ করেন। ইফতার শেষে ফটো সেশনের মাধ্যমে সাধারণ সভার কর্মসূচী সমাপ্তি ঘোষনা করেন সভার সভাপতি ইন্জিনিয়ার আব্দুল আজিজ সিকদার।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img