নিজস্ব প্রতিবেদকঃ
আন্তর্জাতিক নারী পাচার চক্রের অন্যতম হোতা আশরাফুল মন্ডল ওরফে বস রাফিসহ চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাদের দেয়া তথ্যমতে আট বছরে ৫০০ নারীকে তারা ভারতে পাচার করেছে। এসব নারীদের পতিতাবৃত্তিতে বাধ্য করে চক্রটি।
সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশি এক তরুণীকে বিবস্ত্র করে কয়েকজন যুবকের যৌন নির্যাতনের ভিডিও ভাইরালের ঘটনা দেশব্যাপী আলোচিত হয়েছে। ওই ঘটনায় ভুক্তভোগীর বাবা গত ২৭ মে হাতিরঝিল থানায় একটি মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক নারী পাচার চক্রের অন্যতম হোতা আশরাফুল মন্ডল ওরফে বস রাফিসহ চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
চক্রটি সীমান্ত ম্যানেজ করে কাঁটা তারের বেড়া কেটে গত আট বছরে ৫০০ নারীকে ভারতে পাচার করেছে। ভারতে নিয়ে এসব নারীকে মাদক সেবনসহ নানাভাবে নির্যাতন করে পতিতাবৃত্তিতে বাধ্য করে চক্রটি। নারীপ্রতি তারা ২০-৩০ হাজার টাকা নিত ভারতীয় দালালদের কাছ থেকে। এছাড়া মাসিক কিছু কমিশনও পেত তারা।
গ্রেফতার হওয়া চক্রের বাকি তিন সদস্য হলেন- বস রাফির অন্যতম নারী সহযোগী সাহিদা বেগম ওরফে ম্যাডাম সাহিদা (৪৬), মো. ইসমাইল সরদার (৩৮) ও মো. আব্দুর রহমান শেখ ওরফে আরমান শেখ (২৬)।
মঙ্গলবার (১ জুন) সন্ধ্যায় র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।