More

    শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন নয়

    লালমনিরহাট প্রতিনিধি:

    বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বর্তমান সরকারের সময় ৩৫ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ৬ লক্ষ’র বেশি মানুষ খুন ও গুমের শিকার হয়েছে। তাই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে, ইভিএম-টিভিএম বুঝি না একটা কথাই বুঝি -এই সরকারকে পদত্যাগ করতে হবে, নইলে শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচনে যাবে না।

    বৃহস্পতিবার (১২ মে) বেলা সাড়ে ১১ টায় লালমনিরহাট শহীদ সোহরাওয়ার্দি মাঠে স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে বিএনপি আয়োজিত সুবর্ন জয়ন্তী অনুষ্ঠানে বাই সাইকেল র‌্যালীর উদ্বোধনীতে এসব কথা বলেন তিনি।

    তিনি বলেন, নিরপেক্ষ সরকারকে ক্ষমতা দিতে হবে। সেই নিরপেক্ষ সরকারের অধিনে নতুন নির্বাচন কমিশন পরিচালনায় নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে কোন নির্বাচন নয় বন্ধুগন। দেশনেত্রীসহ সকল বন্দি নেতা কর্মীকে মুক্তি দিতে হবে। সমস্ত মামলা তুলে নিতে হবে। তার পরে এখানে নির্বাচন হবে।

    তিনি আরও বলেন আসুন সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হই। গড়ে তুলি জাতীয় ঐক্য, সেই ঐক্যের মধ্য দিয়ে এ জাতীয়তাবাদি শক্তির উত্থান ঘটাতে হব। আওয়ামীলীগ স্বাধীনতার যে স্বপ্ন ও চেতনাকে ধ্বংস করেছে। সেটা ফিরে আনার জন্য এবং গনতন্ত্রকে ফিরে আনার জন্য আমরা সংগ্রাম করে জয়ী হবো। সেই জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    লালমনিরহাট জেলা বিএনপি’র র‌্যালী প্রসঙ্গে মহাসচিব বলেন, এ র‌্যালীকে আমি সাইকেল র‌্যালী বলতে চাই না। আমি এই র‌্যালীকে গনতন্ত্রের র‌্যালী বলে অভিহিত করতে চাই। আজকের এই র‌্যালীর মধ্য দিয়ে নতুন যাত্রা শুরু হলো। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমরা যে স্বপ্ন দেখেছিলাম।যে চেতনার জন্য আমরা লড়াই করেছি, সেই চেতনা, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে তথা হারিয়ে ফেলা গনতন্ত্রকে পুরুদ্ধার করতে আজ লালমনিরহাট থেকে গনতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো।

    বিএনপি’র সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুর হাবিব দুলু’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্ত্রী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ক্রীড়া কমিটির সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব আমিনুল হক, জেলা বিএনপি’র সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সদর বিএনপি’র আহবায়ক একেএম মমিনুল হকসহ রংপুর বিভাগের বিএনপি’র নেতার্কমীরা।

    বক্তব্য শেষে জেলা বিএনপি’র আয়োজিত বাই সাইকেল র‌্যালীর উদ্বোধন করেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর র‌্যালী নিয়ে সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শেষ করেন। সেখানে বিকেল ৩টায় রংপুর বিভাগীয় জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img