More

    উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে সব প্রকাশ্যে বিবাদ

    লালমনিরহাট প্রতিনিধি:

    কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন ২২ সেপ্টম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে,সম্মেলন ঘিরে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা আওয়ামীলীগ।কালিগঞ্জ উপজেলার করিম উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে সম্মেলন অনুষ্ঠিত হবে।সম্মেলন স্থল নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে শেষ প্রযন্ত জনসভার রুপ নিতে পারে বলে আয়োজক বৃন্দ জানিয়েছে।

    কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন কেন্দ্র করে সমাজকল্যাণ মন্ত্রীর পরিবারে গৃহ বিবাদ প্রকাশ্য রুপ ধারন করেছে।এ নিয়ে দলের নেতা কর্মীদের মধ্যে নানা গুঞ্জন তৈরী হয়েছে।

    কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন দীর্ঘ ০৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে।সম্মেলন কে কেন্দ্র করে ইতিমধ্যে দলীয় নেতা কর্মীদের মাঝে উৎসব আমেজ বিরাজ করছে। সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের বাড়ী কালিগঞ্জ উপজেলায়,কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন যাবত নুরুজ্জামান আহমেদ দ্বায়িত্ব পালন করে আসছে।

    দলের সাধারন সম্পাদক পদে ছিলেন নুরুজ্জামান আহমেদের দীর্ঘ দিনের রাজনৈতিক সহচর বিজয় কুমার,২০২১সালের ০৩ রা অক্টোবর বিজয় কুমার মৃত্যু বরন করলে,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছেন চলবলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক মিজানুর রহমান মিজু।মিজু দ্বায়িত্ব নেবার পর সংগঠন গতিশীল হয়,কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড গুলোর সম্মেলন অনুষ্ঠিত হয়।

    কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন ঘিরে নেতা কর্মীদের মাঝে নানা জল্পনা কল্পনা থাকলেও নেত্বেত্বে কারা আসছেন তা প্রায় নিশ্চিত। বিশ্বস্ত সুত্রে জানা যায় সভাপতি পদে নুরুজ্জামান আহমেদ আপাতত থাকছে, সাধারন সম্পাদক হিসেবে মিজানুর রহমান মিজুর প্রতি আস্থা রাখতে চাচ্ছেন নুরুজ্জামান আহমেদ।সমাজ কল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নির্বাচনী এলাকা হিসেবে সংগঠন পুর্নগঠনে মন্ত্রীর মতামত প্রাধান্য পাচ্ছে,নেতা কর্মীরা আস্থা রাখছেন তার উপর।

    এদিকে সম্মেলন কে কেন্দ্র করে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের পরিবারে গৃহ বিবাদ প্রকাশ্যে এসেছে আবার,গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মন্ত্রীর ভাই জেলা আওয়ামীলীগের সহ সভাপতি,কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহাবুবজ্জামানের স্ত্রী সাজেদা জামান দলের বাহিরে গিয়ে ভোট করায়, দল থেকে তাকে বহিষ্কার করা হয়,তার পক্ষে কাজ করায় স্বামী মাহাবুজ্জামান কে এসময় জেলা আওয়ামীলীগ থেকে বহিষ্কার করা হয়।

    উপজেলা আওয়ামীলীগ সম্মেলনে মন্ত্রীর ভাই কে কোন দাওয়াত পত্র দেওয়া হয়নি,বিষয়টি স্বীকার করে উপজেলা চেয়ারম্যান মাহবুজ্জাবান বলেন কালিগঞ্জ উপজেলার রাজনিতী এখন মন্ত্রীর পকেটে, এখানে সম্মেলন নয় অর্থের বিনিময়ে লোক ভাড়া করে জনসভা করা হচ্ছে।

    আমি জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি, নির্বাচিত উপজেলা চেয়ারম্যান,আমার স্ত্রী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ছিলো, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আমি কোন দাওয়াত পত্র পাইনি,আমাকে রাজনিতী থেকে মাইনাস করার চেষ্টা চলছে এর ফল শুভ হবে না, ভোটের মাঠে আগামীদিনে এর প্রভাব পড়বে,আমার রাজনিতী টিকিয়ে রাখতে আগামীতে দলের মনোনয়ন চাইবো এবং সংসদ নির্বাচন করবো।

    এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে মাহাবুজ্জামান পুত্র জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজিদ জামান মেলভিন ৩০ আগষ্ট কালিগঞ্জ উপজেলায় বৃহত আকারে শোক র্র্যালী করে,এতে কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের রাজনিতীতে গৃহদাহে নাড়া পড়ে,এর ধারাবাহিকতায় উপজেলা ছাত্রলীগের এক নেতাকে কালিগঞ্জ থানায় ডেকে নিয়ে ওসি নির্যাতন করে,এর ফলে কালিগঞ্জ ছাত্রলীগ কালিগঞ্জ থানার ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে এবং ছাত্রলীগের ঐ কর্মী ওসির বিচার দাবী করে অন্যথায় আত্মহত্যার হুমকী দেয়।

    পরবর্তীতে এক সপ্তাহের মধ্যে কালিগঞ্জ থানার ওসি গোলাম রসুলের অন্যত্র বদলী হয়।কালিগঞ্জ থানার ওসি গোলাম রসুল (নাম প্রকাশ না করার শর্তে) এক ব্যাক্তির কাছে স্বীকার করেন কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের এক নেতার নির্দেশে ঐ ছাত্রলীগ কে থানায় নিয়ে যান।
    এসব ঘটনা গৃহ বিবাদের প্রকাশ্য রুপ নতুন মাত্রা যোগ করে।

    জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সমাজ কল্যান মন্ত্রী পুত্র রাকিবুজ্জামান বলেন,সম্মেলন কেন্দ্র করে কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ আজ সবাই ঐক্যবদ্ধ।নেতা কর্মীদের মাঝে উৎসব আমেজ কাজ করছে।

    এই সম্মেলনে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের ইচ্ছার প্রতিফলন ঘটবে।আগামি দিনে বিএনপি জামাত জোটের নৈরাজ্য প্রতিহত করে জননেত্রী শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে নতুন কমিটি কাজ করবে।দলের শৃঙ্খলা ভঙ্গকারীদের শেখ হাসিনার নির্দেশ মোতাবেক দলে কোন স্থান হবে না।

    সম্মেলনের অতিথি হিসেবে উপস্থিত হবার কথা রয়েছে কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শ্রমিক নেতা শাজাহান খান,কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক ও তথ্য মন্ত্রী ড.হাসান মাহমুদ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডঃ সফুরা বেগম রুমী, জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মন্ত্রী মোতাহার হোসেন এম পি।সভাপতিত্ব করবেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

    প্রতি মুহূর্তের খবর পেতে ফলো করুন আমাদের Google News, Facebook, Twitter, Linkedin এবং Instagram পেজ

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img