More

    হাঁড়িভাঙ্গা আমের জন্য বিশেষ অ্যাপ ‘সদাই’

    নিজস্ব প্রতিবেদকঃ

    দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে আম বিক্রয়ের একটি বিশেষ অ্যাপ। কৃষকের উৎপাদিত আম সঠিক দরে বিক্রি নিশ্চিত করতে ‘সদাই’ নামের এই অ্যাপ সাহায্য করবে।

    এই অ্যাপ চালু হতে যাচ্ছে আগামী ২০ জুন। আর ঐ দিনই রংপুরের হাঁড়িভাঙ্গা আম আনুষ্ঠানিকভাবে বাজারে আসবে ‘এই অ্যাপ সরাসরি মনিটরিং করবে কৃষি বিপণন অধিদপ্তর।

    এই অ্যাপ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। চাইলেই একজন কৃষক, একজন শিক্ষিত যুবক, উদ্যোক্তা আমের অ্যাড দিয়ে খুব সহজেই অনলাইনে বিক্রি করতে পারবেন।’

    কী আছে অ্যাপেঃ
    ‘সদাই’ মোবাইল অ্যাপের দুটো অংশ থাকবে। একটি ভোক্তার ব্যবহারের জন্য এবং অন্যটি উদ্যোক্তাদের জন্য। দুটো অ্যাপই গুগল প্লে স্টোর থেকে কৃষি উদ্যোক্তা ও ভোক্তারা ডাউনলোড করে নিতে পারবেন।

    ভোক্তা ও উদ্যোক্তারা অ্যাপটি রেজিস্ট্রেশন করবে জেলাভিত্তিক। তবে ভোক্তা যে জেলা থেকেই রেজিস্ট্রেশন করুন না কেন, তিনি চাইলেই অ্যাপের মাধ্যমে অন্য জেলায় প্রবেশ করে অনলাইনে বাজার করতে পারবেন।

    ভোক্তা ও উদ্যোক্তার রেটিং সিস্টেম থাকবে। ফলে ভোক্তা ও উদ্যোক্তারা একে অপরকে রেটিং দিতে পারবেন। পণ্যের মান খারাপ হলে স্থানীয় জেলা কৃষি বিপণন অধিদপ্তর ঐ উদ্যোক্তার রেজিস্ট্রেশন বাতিল করে কৃষি বিপণন আইন-২০১৮ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

    জেলা প্রশাসক আসিব আহসান সাংবাদিকদের বলেন, ‘জেলা প্রশাসন, কৃষি বিপণন অধিদপ্তর ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সপ্তাহ দেড়েক আগে মিঠাপুকুরের পদাগঞ্জ হাইস্কুল মাঠে স্থানীয় আম চাষিদের সঙ্গে মতবিনিময় করি আমরা। সেখানে আম বাজারজাত নিয়ে কোনো সমস্যা হচ্ছে কীনা, তা সরাসরি কৃষকের কাছ থেকে জানার চেষ্টা করেন তারা। তারা পরিবহন, যোগাযোগ ব্যবস্থাসহ বেশ কিছু দাবী করেছেন। আমরা সেটি ইতোমধ্যে দূর করার চেষ্টা করছি।’

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img