প্রভাতী বার্তাকক্ষ
যুক্তরাষ্ট্রের আকাশে দেখা দেয়া ইউএফও রহস্যের কিনারা হচ্ছে না। বৈমানিকদের চোখে ধরা পড়া ‘আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট’ বা অপরিচিত উড়ন্ত বস্তু আসলে কী ছিল সে ব্যাপারে নিশ্চিত নয় টাস্কফোর্স।
ডয়েচে ভেলের প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এ বিষয়ে একটি গোয়েন্দা প্রতিবেদন চলতি মাসের শেষে কোনরকম সমাধান ছাড়াই জমা দেয়া হবে ।
এদিকে, বৈমানিকদের চোখে বারবার ইউএফও দেখা দেওয়ায় সতর্ক অবস্থান নিয়েছে পেন্টাগন। সত্যিই ইউএফও দেখা গেছে বলে ধারণার কথা স্বীকার করেছেন গোয়েন্দারা।
এই ব্যাপারে অনুসন্ধানের জন্য গত বছরের শেষ দিকে আনআইডেন্টিফায়েড এরিয়াল ফেনোমেনা (ইউএপি) টাস্কফোর্সকে নির্দেশ দিয়েছিল কংগ্রেস।
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, গত ২০ বছরের প্রায় ১২০টি ঘটনা খতিয়ে দেখে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এসব ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রে গোপন সামরিক তৎপরতা বা সরকারি প্রযুক্তির কোনো সম্পর্ক নেই।