More

    আইসিসি পয়েন্ট টেবিলের পাঁচে বাংলাদেশ

    প্রভাতি সংবাদ:

    আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে শেষ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় আসরের শুরুটাও হয়েছিল সিরিজ হার দিয়ে। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ হারের পর অনুমেয়ভাবেই পয়েন্ট টেবিলের তলানিতে ছিল টাইগাররা।

    বুধবার (৫ জানুয়ারি) নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারানোর পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বিরাট পরিবর্তন এসেছে বাংলাদেশের অবস্থানের। যেখানে হালনাগাদকৃত পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এসেছে মুমিনুল হকের দল।

    মাউন্ট মঙ্গানুইতে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ৩২৮ রানে অল আউট করার পর ব্যাটারদের কল্যাণে ১৩০ রানের লিড পায় বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩০০ পেরোলেও দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৯ রানে গুটিয়ে যায় কিউইরা।

    তাতে সিরিজের প্রথম টেস্ট জিততে মাত্র ৪০ রান প্রয়োজন হয় বাংলাদেশের। ২ উইকেট হারিয়ে সেই লক্ষ্য অনায়াসেই টপকে যায় সফরকারীরা। তাতে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের জয়ের স্বাদ পেলো টাইগাররা।

    এমন জয়ের পর নিয়ম অনুযায়ী ১২ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। যেখানে জয়ের হার ৩৩.৩৩ শতাংশ। তাতে নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মতো দলকে টপকে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এসেছে লাল-সবুজের জর্সিধারীরা।

    ৩ জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে তালিকার সবার উপরে অস্ট্রেলিয়া। দুইয়ে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ২৪। পাকিস্তানের ৩৬ এবং ভারতের ৫৩ পয়েন্ট হলেও জয়ের শতকরা হারে হিসেবে পিছিয়ে থাকায় তিনে পাকিস্তান এবং চারে ভারত।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img