More

    জাতীয় পতাকা অর্ধনমিত না করায় ঝিনাইদহে কলেজে ভাঙচুর

    ঝিনাইদহ প্রতিনিধি:

    জাতীয় শোক দিবসে পতাকা অর্ধনমিত না রাখায় ঝিনাইদহে শহীদ জিয়াউর রহমান আইন মহাবিদ্যালয় ভাঙচুর করেছে ‘বিক্ষুব্ধ জনতা’। রোববার সকালে শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত কলেজে এ ঘটনা ঘটে।
    প্রত্যক্ষদর্শীরা জানায়, সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় পতাকা অর্ধনমিত না করায় বেলা ১১টার পর প্রতিষ্ঠানটিতে ‘স্থানীয় লোকজন’ বিক্ষোভ করে। একপর্যায়ে তারা কলেজের অফিস কক্ষ ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
    ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (ওসি) এমদাদুল হক বলেন, ঘটনাটি শোনার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। কেউ অভিযোগ দিলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
    এ ব্যাপারে কলেজে অধ্যক্ষ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এসএম মশিউর রহমান বলেন, ‘দীর্ঘদিন কলেজটি বন্ধ রয়েছে। সেখানে একজন গার্ড নিয়োগ দেওয়া আছে। সেই পতাকা উত্তোলনের জন্যে দড়ি কিনতে বাইরে গেলে লোকজন ভাঙচুর করে। কে বা কারা ভাঙচুর করেছে তা আমি জানি না।’
    ১৯৯৩ সালে শহরের বঙ্গবন্ধু সড়কে কলেজটি প্রতিষ্ঠিত হয়। সরকার অনুমোদিত এ প্রতিষ্ঠানটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img