More

    টাইম স্কয়ারে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে প্রদর্শনী

    প্রভাতী সংবাদ ডেস্ক:

    নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ার আইকনিক বিলবোর্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম প্রদর্শনের উদ্যোগের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম সহিদুল ইসলাম।

    বাংলাদেশি আমেরিকান উদ্যোক্তা এবং প্রচার সংস্থা এনওয়াই ড্রিমস প্রোডাকশনের প্রধান নির্বাহী ফাহিম ফিরোজ জাতির জনক বঙ্গবন্ধুর জীবন, দর্শন, আদর্শ ও কর্ম নিয়ে নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ার বিলবোর্ডে প্রদর্শন করার এই অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন।

    আয়োজকরা জানিয়েছেন, যে টাইমস স্কোয়ারে প্রদর্শনীটি চলাকালে ১৫ আগস্টের মধ্যরাত থেকে রাত ১১-৫৯ পর্যন্ত ২৪ ঘণ্টা ব্যাপী প্রতি দুই মিনিটে ১৫ সেকেন্ড মোট ৭২০ বার আইকনিক বিলবোর্ডে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শিত হবে।

    রাষ্ট্রদূত সহিদুল ইসলাম এনওয়াই ড্রিমস প্রোডাকশনের প্রধান নির্বাহীকে ফাহিম ফিরোজকে তার উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং ঐতিহাসিক এই অনুষ্ঠানের অংশ হতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

    রাষ্ট্রদূত এক অভিনন্দন বার্তায় বলেন-


    ”এই ধরনের অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের, বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের বাংলাদেশি আমেরিকানদের কাছে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ তুলে ধরতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে”।

    এই বিশাল প্রকল্প ফাহিম ফিরোজ তার নিজস্ব অর্থায়নে শুরু করলেও পরবর্তীতে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী এই আর্থিক সহযোগিতা করতে হাত বাড়িয়ে দিয়েছেন।

    দূতাবাসের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এনওয়াই ড্রিমসের প্রধান নির্বাহী ফাহিম ফিরোজ। কারণ এই অনুষ্ঠানটিতে প্রদর্শিতব্য কন্টেন্ট চূড়ান্ত করাসহ অন্যান্য সকল ক্ষেত্রে দূতাবাস ব্যাপক সহযোগিতা প্রদান করেছেন।

    তিনি বঙ্গবন্ধুর ০৭ মার্চের ঐতিহাসিক ভাষণটিকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামান্য ঐতিহ্য হিসেবে জাতিসংঘের স্বীকৃতি আদায়ের ক্ষেত্রে রাষ্ট্রদূত এম সহিদুল ইসলামের ভূমিকার কথা স্মরণ করেন এবং টাইম স্কয়ারে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেয়ার আমন্ত্রণ সাদরে গ্রহণ করার জন্য রাষ্ট্রদূতকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img