More

    অবশেষে আটক হেলেনা জাহাঙ্গীর

    হেলেনা জাহাঙ্গীর গণমাধ্যমের কাছে দাবি করে, দুই-তিন বছর ধরে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে অনুমোদন পাওয়ার চেষ্টা করছে তারা। যদিও কেন্দ্রীয় আওয়ামী লীগের দুই সাংগাঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম ও এস এম কামাল হোসেন বলছিলেন, এ সংগঠনটির সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। সমালোচনা শুরুর পরে আওয়ামী লীগ নেতারা বলছেন, খুব শিগগিরই এসব ভুঁইফোঁড় সংগঠনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

    নিজস্ব প্রতিবেদক:

    আওয়ামী লীগের সহযোগী দল হিসেবে ‘চাকরিজীবী লীগ’ তৈরি করে লীগ দলীয় কর্মীদের সমালোচনায় পড়া ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালিয়ে নিজেদের হেফাজতে নিয়েছে র‍্যাব।

    রাত সোয়া ১২টার দিকে গুলশান-২ এর বাসা থেকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান। এরপর হেলেনা জাহাঙ্গীর’কে রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদর দপ্তরে নেয়া হয়েছে।

    র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু হেলেনা জাহাঙ্গীরের অভিযান শেষে গুলশানের বাসার সামনে সাংবাদিকদের মুখোমুখি হন।

    গণমাধ্যমের কাছে তিনি বলেন, ‘হরিণের চামড়া, বিদেশি মদ, ওয়াকিটকি, বিদেশি মুদ্রা, ক্যাসিনোর সরঞ্জাম, বেশ কিছু ধারাল ছুরি, ইলেক্ট্রনিক ডিভাইস, ড্রোন জব্দ ও নথি উদ্ধার করা হয়েছে।’

    হেলানা জাহাঙ্গীর’কে র‍্যাব সদর দপ্তরে রেখে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে। তার বিরুদ্ধে একাধিক মামলা হতে পারে বলেও এ সময় গণমাধ্যমকে বলা হয়।

    হেলানা জাহাঙ্গীরে বিষয়ে বিস্তারিত খুব শীঘ্রই জানানো হবে এসময় জানান র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

    এর আগে হেলেনাকে মাদক ও বন্য প্রাণী সংরক্ষণ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছিল র‍্যাব।

    হেলেনা জাহাঙ্গীর গুলশান-২ এর ৩৬ নম্বর সড়কের ৫ নম্বর ভবনের ৫-বি ফ্ল্যাটে থাকেন। রাত ৮টার কিছু পরে র‌্যাবের ১০ থেকে ১২ জন সদস্য হেলেনা জাহাঙ্গীরের বাসায় প্রবেশ করে অভিযান শুরু করেন।

    র‍্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান লে. কর্নেল খায়রুল ইসলাম এর আগে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযানের বিষয়ে জানিয়েছিলেন। তিনি বলেন, ‘হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় আমাদের একটি দল অভিযান করছে।’

    সম্প্রতি নেতা বানানোর ঘোষণা দিয়ে ফেসবুকে ছবি পোস্ট করে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামে আওয়ামী লীগের সহযোগী একটি সংগঠন করার ঘোষণা দেন। আর কেন্দ্রীয় সভাপতি হিসেবে এখানে নাম আসে হেলেনা জাহাঙ্গীরের আর সাধারণ সম্পাদক হিসেবে নাম আসে মাহবুব মনিরকে। নাম-সংবলিত বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগে পোস্টার ফেসবুকে ভাইরাল হয়।

    সে পোস্টারে লেখা হয়েছিল, বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগের জেলা, উপজেলা ও বিদেশি শাখায় সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কমিটি দেওয়া হবে।

    হেলেনা জাহাঙ্গীর সেসময় প্রথমদিকে গণমাধ্যমের কাছে দাবি করেছিলো, দুই-তিন বছর ধরে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে অনুমোদন পাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ।

    যদিও কেন্দ্রীয় আওয়ামী লীগের দুই সাংগাঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম ও এস এম কামাল হোসেন বলছেন, এ সংগঠনটির সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।

    ফেসবুকে হেলেনা জাহাঙ্গীর লিখেছিলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় আর সরকারের হাতকে শক্তিশালী করার প্রত্যাশায় বাংলাদেশের আওয়ামী চাকরিজীবী লীগ।

    পরে অবশ্য সংগঠনটির সঙ্গে নিজের কোন সম্পর্কের কথা অস্বীকার করেন হেলেনা জাহাঙ্গীর। এসময় তিনি আরও জানান, এ পদ এখনও আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেননি।

    চাকরিজীবী লীগ নিয়ে সমালোচনার মুখে আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটি থেকে বাদ দেয়া হয় হেলেনা জাহাঙ্গীরকে। আর তাকে কুমিল্লা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পদ থেকেও বাদ দেয়া হয়েছে বলে জানায় আওয়ামীলীগ।

    চাকরিজীবী লীগের বিষয়টি আলোচনায় আসার পর আওয়ামী লীগের নামের সঙ্গে মিল রেখে সংগঠন পরিচালনা করছে এমন শতাধিক সংগঠনের নাম আসে। আর দলীয় প্যাডে ২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা হিসেবে উল্লেখ করেছে এ সংগঠনগুলো।

    সমালোচনা শুরুর পরে আওয়ামী লীগ নেতারা বলছেন, খুব শিগগিরই এসব ভুঁইফোঁড় সংগঠনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। এরই মধ্যেই র‌্যাব হেফাজতে নেওয়া হল হেলেনা জাহাঙ্গীর’কে।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img