শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও ভাইরোলজি বিশেষজ্ঞ জাহিদুর রহমান বলেন, ‘নামের পরে অসংখ্য ভুয়া ডিগ্রি লাগানো, প্রাণঘাতী কিটো ডায়েট এর জনক, এবার করোনা ভ্যাকসিনের বিরুদ্ধে সরাসরি জেহাদে নেমেছে। দেশের মানুষকে করোনা ভ্যাকসিনের আওতায় আনতে যথেষ্ট পরিমাণ ভ্যাকসিন আমদানির ব্যবস্থা সরকার করে ফেলেছে তখন এ জামাতি মিথ্যা তথ্যা দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করছে।’
নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি কিটো ডায়েট নামে একধরণের খাদ্যাভ্যাসের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণের প্রক্রিয়া প্রচার করে সামাজিক মাধ্যমে বিখ্যাত হয়ে ওঠা ডক্টর জাহাঙ্গীর কবীর করোনাভাইরাস নিয়ে ভুল তথ্য প্রচার করছেন বলে অভিযোগ উঠেছে।
সোশ্যাল মিডিয়ায় ডায়েট ও স্বাস্থ্যকর লাইফস্টাইল পরামর্শের জন্য জনপ্রিয় হয়ে ওঠা ড. জাহাঙ্গীর কবির ফেসবুক এবং তার ইউটিউব চ্যানেলে ১৫ই জুন একটি ভিডিও প্রকাশ করেন যার শিরোনাম ছিলো, ‘রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ছাড়া আমাদের আর কোন উপায় নেই‘।
প্রকাশিত ওই ভিডিওতে তিনি দাবি করেন, টিকার মাধ্যমে শরীরে যে ‘কৃত্রিম’ এন্টিবডি তৈরি হয় সেটি ‘প্রাকৃতিক’ এন্টিবডির জন্য ক্ষতিকর। কোভিড-১৯ টিকা অকার্যকর ও ক্ষতিকর হওয়ায় এই রোগ থেকে সুরক্ষা পেতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে।
প্রায় দুইঘন্টার আলোচিত এই ভিডিওর শেষদিকে ড. জাহাঙ্গীর কবির আলোচনার প্রাসঙ্গিকতায় কোভিড-১৯ ভ্যাকসিন সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং ব্যাখ্যা প্রদান করেন।
ড. জাহাঙ্গীর কবিরের আলোচনাটি ভ্যাকসিন বিরোধী ষড়যন্ত্র-তত্ত্বের পক্ষে প্রচলিত কিছু ধারণাকে সমর্থন করার ফলে ভিডিওটি তার ফলোয়ার ও ভ্যাক্সিনবিরোধী চিন্তাধারার ব্যক্তিদের মধ্যে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে উপস্থাপিত ভ্যাকসিন সংক্রান্ত তথ্যগুলোও বিভিন্ন মাধ্যম থেকে সমালোচিত হয়।
শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ও ভাইরোলজি বিশেষজ্ঞ চিকিৎসক জাহিদুর রহমান বলেন, ‘নামের পরে অসংখ্য ভুয়া ডিগ্রি লাগানো, প্রাণঘাতী কিটো ডায়েট এর জনক, এবার করোনা ভ্যাকসিনের বিরুদ্ধে সরাসরি জেহাদে নেমেছে। দেশের মানুষকে করোনা ভ্যাকসিনের আওতায় আনতে যথেষ্ট পরিমাণ ভ্যাকসিন আমদানির ব্যবস্থা সরকার করে ফেলেছে তখন এ জামাতি মিথ্যা তথ্যা দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করছে।’
ডা. জাহাঙ্গীর চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক শিবির ক্যাডার অভিযোগ করে ডা. জাহিদুর আরও বলেন, ‘অবিলম্বে গুজব সৃষ্টিকারী এ জামাতিকে আইনের আওতায় আনা দরকার। বিএমডিসি নামক পচে যাওয়া প্রতিষ্ঠানটির কাছ থেকে কিছু আশা করি না, যা করার আইন শৃংখলা বাহিনীকেই ব্যবস্থা নিতে হবে।’
তার এই ভিডিওবার্তা পুরোপুরি উদ্দেশ্যমূলক, একজন সদ্য এমবিবিএস পাস করা ডাক্তারের ইমিউনোলজি সম্পর্কে এর চেয়ে বেশি ধারণা থাকে বলে মত দেন ডা. জাহিদুর রহমান।
ডা. জাহাঙ্গীরের মিথ্যাচার করেছেন সেগুলোর প্রতিটি বিষয় ব্যাখ্যা করে চিকিৎসক মারুফুর রহমান অপু