More

    বাঁধনের এক ঝলক খুফিয়াতে

    প্রভাতি সংবাদ ডেস্ক:

    বিশ্বজুড়ে সমাদৃত ওয়েব প্লাটফর্ম নেটফ্লিক্সের জন্য নির্মিত হয়েছে নতুন সিনেমা ‘খুফিয়া’। এর চমক ঢালিউডের গ্ল্যামার গার্ল আজমেরী হক বাঁধন। বলিউডের প্রখ্যাত নির্মাতা বিশাল ভরদ্বাজের সিনেমাটিতে অভিনয় করেছেন বাংলাদেশের আলোচিত এ অভিনেত্রী।

    এ সিনেমায় ভক্ত-শুভাকাঙ্খীরা বাঁধনকে দেখার অপেক্ষায় দিন গুনছেন।

    সিনেমাটি মুক্তি পেতে আরও সময় লাগবে। তবে সোমবার (২৯ আগস্ট) খুফিয়ায় এক ঝলক দেখা মিললো বাঁধনের। নেটফ্লিক্সের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে সিনেমাটির একটি টিজার। এটি বেশ আলোচনায় এসেছে সোশ্যাল মিডিয়ায়।

    এ সিনেমায় বাঁধন ছাড়া বলিউডের আরও অনেক তারকা অভিনয় করেছেন। তাদের ভিড়ে এক ঝলকের দেখায় নজর কেড়েছেন বাঁধন।

    খুফিয়ায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন টাবু ও আলী ফজল। তাদের ছাড়াও টিজারে আশিষ বিদ্যার্থী এবং ওয়েব সিরিজ ‘গ্রহণ’ খ্যাত অভিনেত্রী ওয়ামিকা গাব্বিকে দেখা গেছে। নেটফ্লিক্সের সিনেমায় বাঁধনকে শাড়ি পরা বাঙালি লুকেই দেখা গেছে।

    এদিকে ‘খুফিয়া’র টিজার দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে বাঁধনকে অভিনন্দন জানিয়েছেন দেশের অভিনেতা-অভিনেত্রীর পাশাপাশি দর্শকরাও। তারা টিজারটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।

    টিজার প্রসঙ্গে বাঁধন বলেন, টিজার প্রকাশ হওয়ার পর যে রিয়েক্ট দেখছি তাতে করে ভালো কাজের জন্য প্রেরণাটা বেড়ে গেলো। সেই সঙ্গে ছবিটি নিয়ে প্রত্যাশাটাও বেড়েছে। আশা করছি সিনেমা মুক্তি হলে সেটিও উপভোগ করবেন সবাই।

    ‘খুফিয়া’ ছবিটি মূলত সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত এবং অমর ভূষণের জনপ্রিয় গুপ্তচর উপন্যাস ‘এস্কেপ টু নোহোয়ার’র ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে। টিজার প্রকাশ্যে এলেও সিনেমাটি কবে নেটফ্লিক্সে দেখা যাবে, তা জানা যায়নি।

    প্রতি মুহূর্তের খবর পেতে ফলো করুন আমাদের Google News, Facebook, Twitter, Linkedin এবং Instagram পেজ

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img