More

    মোহাম্মদপুরে এসএসসি-১৯৮৮-বিডি গ্রুপের মেগা মিলন মেলা ২০২২ এর প্রস্ততি সভা

    নিজস্ব প্রতিবেদক:

    গতকাল সন্ধায় ঢাকার মোহাম্মদপুর আদাবর রিংরোডে এসএসসি-১৯৮৮.বিডি এর সদস্য মোঃ রাশেদুল হাসান রিপন এর অফিসে মোহাম্মদপুর ও ধানমন্ডির সদস্য বন্ধুদের আয়োজনে মেগা মিলন মেলা ২০২২ এর প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।

    এই প্রস্তুতি সভায় ধানমন্ডি ও মোহাম্মদপুরের বন্ধুরা ছাড়াও উপস্থিত ছিলেন মেগা মিলন মেলা ২০২২ আয়েজক কমিটির আহবায়ক আরশাদ খান, গ্রপের মডারেটর সৈয়দ রাফিউল কাদের রাফি, লাকিী (সি পার্ল), মোঃ আব্দুস সালাম খান স্বপন।

    Image 10000 205
    মোহাম্মদপুরে এসএসসি-১৯৮৮.বিডি গ্রুপের মেগা মিলন মেলা ২০২২ এর প্রস্ততি সভায় উপস্থিতির একাংশ

    উল্লেখ্য, আগামী ২৮ জানুয়ারি, ২০২২ তারিখে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন (আইসিসিবি) এর নবরাত্রী হলে অনুষ্ঠিত হবে এসএসসি-১৯৮৮-বিডি এর মেগা মিলন মেলা ২০২২।

    এ উপলক্ষ্যে দেশের বিভিন্ন স্থানের ন্যায় রাজধানী শহর ঢাকার বিভিন্ন এলাকায় প্রস্তুতি সভা চলছে। তারই অংশ হিসাবে গতকাল সন্ধায় ৭টায় এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

    Image 10000 207
    মোহাম্মদপুরে এসএসসি-১৯৮৮.বিডি গ্রুপের মেগা মিলন মেলা ২০২২ এর প্রস্ততি সভায় উপস্থিতির একাংশ

    আয়েজক কমিটি জানিয়েছেন মেগা মিলন মেলা ২০২২ সফল করার জন্য প্রায় প্রতি সপ্তাহেই দেশের কোন না কোন এলাকায় আমাদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে। তারই অংশ হিসাবে গত শুক্রবার মিরপুরে অনুষ্ঠিত হয়েছে এবং আজ মোহাম্মদপুরে হচ্ছে।

    আজকের প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জহুর সরোয়ার মেজর, ফারহানা ইয়াসমিন সোমা, সাবা ইসলাম, শাহানা পরভিন বিথী, রিপা তরি, সৈয়দ জাহাঙ্গীর আলম টোকন, জুনাইদ হোসেন বায়রন, প্রমুখ।

    Image 10000 208
    মোহাম্মদপুরে এসএসসি-১৯৮৮.বিডি গ্রুপের মেগা মিলন মেলা ২০২২ এর প্রস্ততি সভায় উপস্থিতির একাংশ

    মেগা মিলন মেলা ২০২২ এর প্রেক্ষাপট ও পরিকল্পনা ও রেজিস্ট্রেশন সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য মোঃ আব্দুস সালাম খান স্বপন ও আহবায়ক আরশাদ খান।

    এখানে আরো উপস্থিত ছিল আসিফ জামান, জিনিয়া রুনা, লিপটন, বিপ্লব, বাপ্পী, সখা পাল, নাসিম, মোঃ সাজ্জাদ হোসেন বাবু,জাহেদ আলী জুয়েল, মন্জুশ্রী দত্ত, মোখলেসুর রহমান বিদ্যুত, ফারজানা তাসনীম, মাহমুদা রহমান রত্না, মোর্শেদ মারুফ আর্জু, মোৎ রাশেদুল হক রতন, মাহবুব হুদা, সৈয়দ মহিবুল ইসলাম অপু, মোঃ কামরুল হোসেন মধু, আবদুল্লাহ আল মোর্শেদ ও সারোয়ার।

    Image 10000 209
    মোহাম্মদপুরে এসএসসি-১৯৮৮.বিডি গ্রুপের মেগা মিলন মেলা ২০২২ এর প্রস্ততি সভায় উপস্থিতির একাংশ

    মেগা মিলন মেলা প্রস্তুতি কমিটির আহবায়ক আরশাদ খান বলেন অমাদের লক্ষ্য সারাদেশ থেকে কমপক্ষে ২০০০ সদস্যকে এই মেগা মিলন মেলায় অংশগ্রহণ হাজির করানো।

    এর আগে যশোর, সান্তাহার ও ঈশ্বারদীতে বন্ধু মিলন মেলা হয়েছে এবার সারা দেশের সর্বোচ্চ সংখ্যক বন্ধুদের একই ভেন্যুতে একত্রিত করার পরিকল্পনা নিয়ে আমরা কাজ শুরু করেছি এবং তারই ফলশ্রুতিতে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মেগা মিলন মেলা ২০২২।

    তিনি উপস্থিত সবাইকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করণসহ এবং সময়মত প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সর্বোচ্চ সংখ্যক বন্ধুদের রেজিষ্ট্রেশন সম্পন্ন করার ব্যপারে উদ্ভুদ্ধ করার আহবান জানান।

    এর পাশাপাশি তিনি দ্রুততম সময়ের মধ্যে মেগা মিলন মেলার অন লাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করার ব্যাপারে ও মেগা মিলন মেলা সফল করার জন্য সকলের সহোযোগীতা কামনা করেন।

    Image 10000 210
    উপস্থিত নতুন সদস্যদের হাতে বায়রন, রাফি ও আরশাদ খান এসএসসি-১৯৮৮.বিডি এর স্মারক হিসাবে গ্রুপের লোগো সম্বলিত সুদৃশ্য মগ তুলে দেন

    আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দিনব্যাপী এই অনুষ্ঠানে থাকবে আড্ডা, আলোচনা, স্মৃতিচারন, সামাজিক দ্বায়বদ্ধতার লক্ষ্য নির্ধারন ও মেগা র‌্যাফেল ঢ্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

    আজকের প্রস্তুতি সভায় সভায় উপস্থিত সকলেই তাদের অংশগ্রহণ নিশ্চিতকরণসহ সার্বিক সহযোগিতা করতে অঙ্গীকার ব্যক্ত করেন।

    গ্রুপের সদস্য ও এই প্রস্তুতি সভার আয়েজক রাশেদুল হাসান রিপন শিতের পিঠা ও দেশী ফল দিয়ে এবং জুনা্িদি হোসেন বায়রন যশোর এর গুড়ের স্বন্দেশ দিয়ে উপস্থিত সবাইকে আপ্যায়ন করেন। সভা শেষে উপস্থিত নতুন সদস্যদের হাতে জুনাইদ হোসেন বায়রন এসএসসি-১৯৮৮.বিডি এর স্মারক হিসাবে গ্রুপের লোগো সম্বলিত সুদৃশ্য মগ তুলে দেন এবং জাভেদ আলী জুয়েল ও মন্জুশ্রী দত্ত যৌথভাবে নৃত্ত পরিবেশন করে উপস্থিত সবাইকে শৈল্পিক আনন্দ উপহার দেন।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img