নিজস্ব সংবাদদাতা:
যশোরে “ইংলিস উইথ রবার্ট” এর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে। “ইংলিস উইথ রবার্ট” হলো নতুন আঙ্গিকে সহজ পদ্ধতিতে ইংরেজী ভাষা শেখানোর একটা মহৎ উদ্দ্যোগ। এই উদ্দ্যোগকে সফল করার জন্য একজন সৎ ও আদর্শ মানুষ এগিয়ে এসেছে। তার নাম রবার্টসন সরকার।
গত মে ১৩, ২০২২ তারিখ সন্ধায় যশোর বিমান অফিস সংলগ্ন এলাকায় এই বিশেষ ইংলিস লারনিং সেন্টারের শুভ উদ্ভোদন করা হয়। এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন পূর্বাচল প্রেস এর কর্নধার ফজলে রাব্বি মোপাশা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র মানটরিং এন্ড ইভালুয়েশন ম্যানেজার রনক মহন্ত, ওয়ার্ল্ড সেলিব্রেটি শেফ জনাব খান, জাগরনী চক্র ফাউন্ডেশন এর প্রোগ্রাম ডিরেক্টর তৌহিদুল ইসলাম, উৎসব আইটি এর সুপারেন্টেন্ড অজয় দত্ত প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “ইংলিস উইথ রবার্ট” এর প্রতিষ্ঠাতা রবার্টসন সরকার। তিনি বলেন, “ইংলিস উইথ রবার্ট” কার্যক্রমে ষষ্ঠ শ্রেনী থেকে ডিগ্রীর ছাত্র-ছাত্রীবৃন্দ একাডেমিক ইংলিস, আইএলটিএস প্রিপারেশন, স্পোকেন, রিটেন এবং প্রফেশনাল ইংলিশ শিখতে পারবে।
এছাড়াও অনলাইনে অর্থাৎ ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমেও যে কোন আগ্রহী ব্যক্তি বা ব্যক্তিবর্গ নূন্যতম কোর্স ফি জমাদানের মাধ্যমে এসকল কোর্সে অংশ নিতে পারবে।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন “ইংলিস উইথ রবার্ট” এর আইএলটিএস এর শিক্ষার্থী শারমিন ইসলাম ও থিওডর শুভ পান্ডে। আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে “ইংলিস উইথ রবার্ট” এর সফলতা কামনা করেন।