More

    উপজেলা আওয়ামিলীগের সম্মেলন হবে কালারফুল

    লালমনিরহাট প্রতিনিধি:

    ০৮ অক্টোবর আদিতমারি উপজেলা আওয়ামিলীগের কালার ফুল সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে সভাপতি ও সম্পাদক পদে একাধিক প্রার্থীর নামে গুঞ্জন শোনা যাচ্ছে।

    দীর্ঘ ১০বছর পর উৎসব মুখর পরিবেশে আদিতমারি উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।সম্মেলন ঘিরে ইতিমধ্যে ব্যানার, ফেষ্টুন,কার্ড, পোষ্টার সর্বত্র ছেঁয়ে গেছে।উপজেলার ০৮টি ইউনিয়নের নেতা কর্মীদের সাথে সমন্বয় সভা করেছেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও আদিতমারি উপজেলা আওয়ামীলীগের সমন্বয়কারী রাকিবুজ্জামান আহমেদ।

    কালিগঞ্জ ও আদিতমারি উপজেলা মিলে লালমনিরহাট সংসদীয় আসন-০২, এই আসনের সংসদ সদস্য সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। আদিতমারি উপজেলায় ভোটের মাঠ ঠিক রাখতে দলের সভাপতি ও সম্পাদক কে হচ্ছেন তা নির্ভর করছে সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদের উপর,এমনটাই মনে করেন দলের নেতা কর্মীরা।

    শনিবার ০৮ অক্টোবর আদিতমারি উপজেলার জিএস স্কুল এন্ড কলেজ মাঠে উৎসব মুখর পরিবেশে উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলির সদস্য শাজাহান খান এমপি,সম্মেলন উদ্বোধন করবেন মোতাহার হোসেন এমপি, বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডঃ হোসনে আরা ডালিয়া লাকু, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ, প্রধান বক্তা অ্যাডঃ মতিয়ার রহমান।

    সম্মেলনে সভাপতিত্ব করবেন আদিতমারি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম মানিক,সম্মেলন সঞ্চালনা করবেন আদিতমারি উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক রফিকুল আলম।

    আদিতমারি উপজেলার মহিষখোচা ইউনিয়নে সমাজ কল্যান মন্ত্রীর এপি,এস মিজানের বাড়ী। আদিতমারি উপজেলায় দলের নেতা কর্মীদের সাথে রয়েছে তার সুসম্পর্ক্য।

    আদিতমারি উপজেলার উন্নয়নে এপিএস মিজান রেখেছেন বিশেষ ভুমিকা।বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ- সভাপতি ছিলেন মিজান, কেন্দ্রীয় কমিটির রাজনিতী করায় সাংগঠনিক দক্ষতা দিয়ে প্রয়াত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবু সাইদ দুলাল এবং সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের একান্ত সহকারি হিসেবে কাজ করছেন সুনামের সহিত। আদিতমারি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদে মিজানুর রহমানের নাম জোড়ালো হচ্ছে মাঠের নেতা কর্মীদের কাছে।

    সম্মেলনে সভাপতি পদে একাধিক প্রার্থীর নাম গুঞ্জন শোনা যাচ্ছে, আদিতমারী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল আলম, বর্তমান কমিটির সহসভাপতি সেলিম হায়দার ও ভেলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলীর নাম তালিকায় রয়েছে।সাধারন সম্পাদক হিসেবে শহীদ সামছুল ইসলাম সুরুজ কনিষ্ঠ পুত্র কমলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ওমর চিশতি, সমাজ কল্যানমন্ত্রীর এপিএস ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান নামে জোড়ালো গুঞ্জন রয়েছে।

    আদিতমারি উপজেলা আওয়ামীলীগের রাজনিতি শহীদ সামছুল ইসলাম সুরুজের পরিবার কেন্দ্র করে ইদানিং দ্বিধা বিভক্ত,এর বহিঃপ্রকাশ ঘটে গত ২১আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আদিতমারি উপজেলা আওয়ামীলীগ সমাবেশ ডাকলে, পাল্টা কর্মসূচী দেয় শহীদ সামছুল ইসলাম সুরুজের পুত্র ইমরুল কায়েস ফারুখের নেতৃত্বে অপর একটি গ্রুপ।

    আদিতমারি উপজেলা আওয়ামীলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রী ছিলেন,পরে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডঃমতিয়ার রহমান মধ্যস্থতায় দুটি সমাবেশ একত্রে করা হয়। পাল্টা পাল্টি কর্মসূচি ঘিরে ব্যাপক পুলিশ উপস্থিত থাকায় সেদিন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি আদিতমারি ঊপজেলায়।

    সাধারন সম্পাদক প্রার্থী সামছুল ইসলাম সুরুজের পুত্র ওমর চিশতি বলেন, আদিতমারি উপজেলায় ভোটের রাজনিতীতে শহীদ সামছুল ইসলাম সুরুজের পরিবার কে মাইনাস করার চেষ্টা করলে তার ফল সুফল হবে না, আমি নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,আমার বড় ভাই আদিতমারি উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান।

    আমাদের পরিবার আওয়ামীলীগ প্রতিষ্ঠা করতে আদিতমারি উপজেলায় রক্ত দিয়েছে। বিএনপি থেকে আগত কোন ব্যক্তিকে দলে প্রতিষ্ঠা করার চেষ্টা করলে আদিতমারি উপজেলার মানুষ তা মেনে নিবে না।

    সভাপতি প্রার্থী হিসেবে রফিকুল আলমের নাম শোনা যাচ্ছে, বর্তমান কমিটির সাধারন সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছেন রফিকুল আলম,গত উপজেলা নির্বাচনে নৌকা মার্কা নিয়ে পরাজিত হন ইমরুল কায়েস ফারুকের কাছে।

    সমাজ কল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদের কাছের লোক হিসেবে পরিচিতি রয়েছে রফিকুল আলমের।সভাপতি না সম্পাদক প্রার্থী হবেন তা নির্ভর করছে এই আসনের সংসদ সদস্য সমাজ কল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদের উপর মাঠ পর্যায়ের নেতা কর্মী এটাই মনে করেন।

    আদিতমারি উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সেলিম হায়দার সভাপতি পদে প্রার্থী হচ্ছেন এটা নিশ্চিত করেছেন তিনি। ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান
    মোহাম্মদ আলী সভাপতি প্রার্থী হচ্ছেন সমাজ কল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নির্দেশে এমনটাই মনে করেন দলের নেতা কর্মীরা। মোহাম্মদ আলী আদিতমারি উপজেলা বিএনপির সভাপতি ছিলেন এমন অভিযোগ করেছেন কমলাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ এর নেতা কর্মীবৃন্দ।

    শনিবার আদিতমারি উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে কে হচ্ছেন সভাপতি এবং সম্পাদক তা নির্ভর করবে, কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহার হোসেন, সাধারন সম্পাদক অ্যাডঃমতিয়ার রহমান, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের সিদ্ধান্তে এটা প্রায় নিশ্চিত বলা যায়।

    প্রতি মুহূর্তের খবর পেতে ফলো করুন আমাদের Google News, Facebook, Twitter, Linkedin এবং Instagram পেজ

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img