প্রভাতী সংবাদ ডেস্ক:
দক্ষিণ ওয়েলসের একটি সৈকতে গবেষকগণ ডাইনোসরের পায়ের ছাপ খুঁজে পেয়েছেন যা ২০০ মিলিয়ন বছরেরও বেশি সময় আগে তাদের গমনপথ বলে ধারণা করা হচ্ছে।
গ্লামারগান উপত্যকার পেনার্থের এই ছাপগুলো ২০২০ সালে গবেষকদের কাছে রিপোর্ট করা হয়েছিল যা তাদের উৎস সম্পর্কে একটি বিস্তৃত গবেষণার জন্ম দিয়েছে।
মনে করা হচ্ছে পায়ের ছাপগুলো দৈত্যাকৃতি ডিপ্লোডোকাসের আদি পূর্বপুরুষের এবং ট্রায়াসিক যুগের। অত্যাধুনিক ৩ডি ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে পায়ের ছাপগুলি স্ক্যান করা হয়েছে, তবে সমুদ্রের পানি দ্বারা ক্ষয় না হওয়া পর্যন্ত সেগুলি জায়গায় রেখে দেয়া হবে।
ডাইনোসরের পায়ের ছাপের উপর গবেষণা-কার্যটি পরিচালনা করেন কার্ডিফ বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল মিউজিয়াম ওয়েলস, ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, লিভারপুল জন মুরস ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ লিয়নের একদল জীবাশ্মবিদ।