More

    পুরোনো চেহারায় ফিরছে ঢাবির হলগুলো

    নিজস্ব প্রতিবেদক:

    মহামারি করোনার কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলছে আগামীকাল মঙ্গলবার (৫ অক্টোবর)। শিক্ষার্থীদের পদচারণায় আবার আগের মতো সরব হয়ে উঠবে হলগুলো। ফিরবে পুরোনো চেহারায়। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিভিন্ন হল ঘুরে দেখা গেছে, আগামীকাল থেকে হল চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

    সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের হলগুলো ঘুরে এবং প্রভোস্ট ও ক্যান্টিন কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কিছু হলে আগামীকাল সকাল থেকে মিলবে খাবার। আবার কিছু হলে খাবার পাওয়া যাবে দুপুরে। কী পরিমাণ শিক্ষার্থী আসবে এটার সুনির্দিষ্ট কোনো ধারণা না থাকায় দুপুর থেকে চালু করবে খাবারের ক্যান্টিনগুলো।

    ক্যান্টিনগুলোতে কর্মচারীদের কর্মব্যস্ত দেখা গেছে। অনেকগুলো ক্যান্টিনে খাবার নিয়ে আসা হয়েছে। তবে এফআর হল এবং সূর্যসেন ক্যাফেটেরিয়ায় আগামীকাল খাবার পাওয়া যাবে না। ক্যান্টিনের কর্মচারীদের টিকা নিশ্চিত না হওয়া, ক্যান্টিন রং এবং পরিষ্কারের জন্য দুদিন দেরিতে চালু হবে সেখানকার খাবার সংশ্লিষ্ট কার্যক্রম।

    হল খোলার প্রথম দিনে হল ক্যান্টিনে খাবার না পাওয়ার বিষয়ে স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড এ কে এম সাইফুল ইসলাম খান ঢাকা টাইমসকে বলেন, আমাদের ক্যান্টিনের কর্মচারীদের দুজনের টিকা নিশ্চিত হয়েছে। অন্তত ছয়-সাতজনের টিকা নিশ্চিত না হলে ক্যান্টিন চালু হবে না। এটাতে তিন চার দিনের বেশি সময় লাগতে পারে।

    সরেজমিনে ঘুরে দেখা যায়, বেশ কিছু হলে সকালের নাস্তার জন্য খাবার প্রস্তুতির কার্যক্রম শুরু হচ্ছে। অনেকগুলো ক্যান্টিন পরিষ্কার করা হচ্ছে।

    বিজয় একাত্তর হল, কবি জসীম উদ্দিন হল, সূর্যসেন হল, হাজী মুহম্মদ মুহসীন হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল, জগন্নাথ হল, অমর একুশে হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, রোকেয়া হল, সলিমুল্লাহ মুসলিম হলে খাবার পাওয়া যাবে সকাল থেকে।

    এসব হলে প্রস্তুতি নিচ্ছেন ক্যান্টিনের কর্মচারীরা। এছাড়াও, স্যার পি জে হার্টগ ইন্টারনেশনাল হলেও সকাল থেকে পাওয়া যাবে অর্ডারের ভিত্তিতে।

    মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে সকালে খাবার থাকবে না। তবে দুপুর থেকে ক্যান্টিনগুলোতে খাবার পাওয়া যাবে বলে জানিয়েছেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বিল্লাল হোসেন। তিনি বলেন, সকালে ক্যান্টিনে খাবার চালু হবে না। তবে দুপুর থেকে অল্প-বিস্তর খাবার চালু হবে।

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে দুপুর থেকে খাবার পাওয়া যাবে। হলের ক্যান্টিনের কর্মচারী শাহিন বলেন, আমরা দুপুর থেকে খাবার চালু করবো। সকালে ক্যান্টিনে খাবার মিলবে না।

    কুয়েত মৈত্রী হলে সকালের খাবার না মিললেও শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার দ্রুত দেওয়ার নির্দেশ দিয়েছেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড নাজমুন নাহার। এ বিষয়ে তিনি বলেন, আমাদের কাছে দুপুরের খাবারের ব্যাপারে প্রশাসন থেকে নির্দেশ আছে। সকালের খাবারের ব্যবস্থা না থাকলেও একটু আগে আগে লাঞ্চের ব্যবস্থা করবো।

    এদিকে সোমবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা গ্রহণকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের আবাসিক শিক্ষার্থীরা আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে থেকে নিজ নিজ হলে উঠতে পারবে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব শিক্ষার্থী করোনার প্রথম ডোজ টিকা নিয়েছে, তারা স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহণের কার্ড/সনদ এবং বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষকে দেখিয়ে হলে উঠতে পারবে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আগামীকাল সকাল ১০টায় বিজয় একাত্তর হল এবং সকাল সাড়ে ১০ টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল পরিদর্শন করবেন।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img