More

    সফল নারী উদ্দোক্তা সুবর্না এখন সমাজের আইকন

    লালমনিরহাট প্রতিনিধি:

    লালমনিরহাটের সফল নারী উদ্দোক্তা সুবর্না সমাজে পিছিয়ে পড়া নারীদের ঘুড়ে দাঁড়ানোর জন্য অনুকরনীয় দৃষ্টান্ত। মাত্র ত্রিশ হাজার টাকা দিয়ে ব্যাবসা শুরু করে আজ অর্ধ কোটি টাকার পুঁজি বিনিয়োগ করেছেন তার ব্যাবসা প্রতিষ্ঠান, সুবর্না ফ্যাশন হাউসে।

    লালমনিরহাট পৌরসভার সাপটানা রোডে অবস্থিত সুবর্না ফ্যাশন হাউসের পরিচালক সুবর্না আক্তার বর্ণা, আজ একজন সফল নারী উদ্দোক্তা হিসেবে সবার কাছে দৃষ্টান্ত।সমাজে পিছিয়ে পড়া নারীদের জন্য অনুকরনীয় হতে পারে সুবর্না আক্তার বর্নার সফলতার গল্প।তার এই গল্পের পিছনে রয়েছে একজন সংগ্রাম জয়ী নারীর জীবন যুদ্ধের গল্প।

    লালমনিরহাট শহড়ের ধর্নাঢ্যা সার ব্যবসায়ীর কন্যা সুবর্না আক্তার বর্ণা, বাবা মায়ের ইচ্ছের বিরুদ্ধে ২০০১ সালে বিয়ে করেন জেলা পুলিশের গোয়েন্দা কর্মকর্তা প্রয়াত সামছুজ্জোহার মেজো ছেলে আঃ রাশেদ বাবু কে, সামাজিক কারনে পরিবার বিয়ে মেনে নিলেও বাবার মৃত্যুর পর পরিবার পরিজন থেকে হতে হয় বৈষম্যের স্বীকার।অভিমান নিয়ে বসে না থেকে নিজের ইচ্ছে শক্তির উপর আস্থা রেখে নেমে পড়েন জীবন সংগ্রামে।স্বামীর ব্যাবসার পাশাপাশি নিজে কিছু করে সংসারের হাল ধরতে শুরু করেন পোষাক ব্যাবসা ।

    Image 10000 87
    সুবর্না নিজেই যখন সুবর্না ফ্যাশন হাউজের মডেল

    নিজের জমানো পুঁজি ত্রিশ হাজার টাকা দিয়ে ২০১৮ সালে ব্যাবসা শুরু করেন অনলাইনে, নিজেদের পরিচিতজন, বন্ধু,বান্ধবীদের কাছে সাশ্রয়ী দামে ভাল মানের পোষাক পৌছে দিয়ে আস্থা অর্জন করেন,ধীরে ধীরে ব্যাবসার ব্যাপ্তি বৃদ্ধি পেতে থাকে,সময়ের সাথে চাহিদার যোগান দিতে নিজের নামে শো রুম খুলেন। শহড়ের সাপটানা রোডে সুবর্না ফ্যাশন হাউসে আজ অর্ধকোটি টাকার পুঁজি বিনিয়োগ করেছেন সুবর্না।

    ক্রেতা দের চাহিদা মেটাতে নিজেই রাজধানীর কাপড়ের বড় পাইকারি মার্কেট ইসলামপুর,গাউছিয়া, সদরঘাট, বাবুর হাট,নরসিংদী থেকে কেনাকাটা করেন।ঈদুল ফিতর কে সামনে রেখে দেশী বিদেশী সকল বয়সী মেয়েদের জন্য থ্রিপিছ ,ওয়ানপিছ,টুপিস,লেহেঙ্গা, চূড়িদার সহ বাচ্চাদের জন্য পোষাকের নানা সম্ভার রয়েছে সুবর্না ফ্যাশান হাউসে।

    এই সফলতার পিছনে রয়েছে সুবর্নার এক রাশ অভিমান,সেই অভিমান কে জীবন চলার পথে শক্তি হিসেবে নিয়ে অনেকটা পথ পাড়ি দিয়ে আজ পেয়েছেন সফলতা।সুবর্না অভিমান নিয়ে বলেন ব্যবসায়ী বাবার মৃত্যুর পরে পারিবারিক সম্পত্তি আর ব্যাবসার অংশীদার থেকে স্বামী আঃ রাশেদ কে বঞ্চিত করা হয়, সেটা নিয়ে পারিবারিক জীবনে ছিল মনোঃকষ্ট, সেই বঞ্চনা কে শক্তি করে সুবর্না নিজে প্রতিষ্ঠিত হবার জন্য ঘুরে দাঁড়াতে নেমে পড়েন ব্যাবসায়।

    Image 10000 88
    নিজ শো-রুমে সুবর্না

    আজ তিনি একজন সফল ব্যাবসায়ী শুধু নয় একজন সফল উদ্দোক্তা। ব্যক্তিজীবনে দু সন্তান,এবং স্বামী আঃ রাশেদ কে নিয়ে তার সুখী সংসার।।স্বামী,সংসার,সন্তান আর ব্যাবসার সাথে সুবর্না মানিয়ে নিয়েছেন নিপুণ ভাবে।

    সুবর্না আক্তার বর্না সমাজের পিছিয়ে পড়া নারীদের জন্য অনুকরনীয় দৃষ্টান্ত,ইচ্ছে আছে আগামীতে ব্যবসায়ীদের সংগঠন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টিজের নারী পরিচালক হিসেবে নির্বাচন করার, যাতে নারীদের উদ্দোক্তা হিসেবে গড়ে উঠতে সব ধরনের বাঁধা দুর করে পরিবেশ তৈরী করে দেওয়ায় ভূমিকা রাখা যায়।

    সুবর্না ফ্যাশান হাউসের স্বত্বাধিকারী সুবর্না আক্তার বর্না এই প্রতিবেদক কে বলেন একজন নারী উদ্দোক্তা হিসেবে সহজ শর্তে ব্যাংক ঋণ পেতে নানা প্রতিবন্ধকতায় পড়তে হয়।

    এই জায়গাটি মসৃণ করা গেলে নারীরা সংসারের পাশাপাশি ব্যাবসা করে আমাদের অর্থনিতীতে ভূমিকা রাখতে পারবে।লালমনিরহাট জেলায় এখন অনেক নারী উদ্দোক্তা সংসারের পাশাপাশি ব্যাবসা করে স্বাবলম্বী, তাদেরকে ব্যাংকিং সুবিধা দেওয়া গেলে তারা অনেক ভাল করবে বলে তিনি বিশ্বাস করেন।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img