নিশাত জেসমিন:
খোশ আমদেদ মাহে
রমজান
ওঠো -জাগো আত্মশুদ্ধির
তরে
আগুয়ান হও জগতের
সব মুসলমান।
মাহে রমজান নিয়ে এলো
খুশির সওগাত!
নিজেকে পরিশুদ্ধ করো
হে ইনসান
পাবে রহমত মাগফিরাত
ও নাজাত।
রহমানুর রাহীম হলেন
মহান আল্লাহ
প্রথম দশদিন তিনি
রহমত বন্টন করবেন
দয়ার সাগরে ডুবে যাব
আমরা ইনশাআল্লাহ !
সর্বাধিক ক্ষমাকারী তিনি
দয়াময়
দ্বিতীয় দশকে তিনি ক্ষমা
করতে থাকেন বান্দাদের
তোমার ক্ষমা পাব জানি
হে প্রেমময়।
দুনিয়ার আকর্ষণ সকল
পাপের মূল
এসো মোহ মুক্ত হয়ে
আল্লাহর প্রেমে বিভোর
হই
নাজাত বা মুক্তির তরে
রোজা পালনে রই
মসগুল।
পুণ্য অর্জনের শ্রেষ্ঠ
মৌসুম হলো মাহে
রমজান
রোজা হলো ঢালস্বরুপ
এসো আল্লাহর এই ফরজ
পালন করি আমরা ভক্ত
মুসলমান।
বরাবর তার কবিতা পড়ে আমি মুগ্ধ,এবারও তার ব্যতিক্রম নয়।কবির জন্য শুভকামনা ও অন্তরের অন্তঃ স্থল হতে দো’আ রইল।আল্লাহ উনাকে দীর্ঘজীবি করুন।
অনেক অনেক প্রীতি, বন্ধু