More

    বেড়ানোর অবস্বাদে

    ফারজানা রহমান, এ্যানি:

    বহুদিন পর আজ বেড়াতে বের হয়েছে ওরা। এই কয় মাস একটা আবদ্ধ জীবন কাটাতে গিয়ে মনের মধ্যে অদ্ভুত অনুভূতি হচ্ছে রুমানার। আপনজনদের ছাড়া জীবন এভাবে কাটাতে হবে, এটা ও কেন কেউ কখনো ভাবেনি।

    করোনা ভাইরাস এসে সব হিসাব এলোমেলো করে দিল। রুমানার এই বন্ধু-বান্ধব বিহীন আবদ্ধ জীবনে নাভিশ্বাস হয়ে উঠেছিল বলে আতিক ওকে নিয়ে সামনের লেকে হাঁটতে বের হয়েছে ।

    অনেক দিন পর বুক ভরে নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেয়ে রুমানা আতিকের কাছে কৃতজ্ঞ। অনেক সাহস করে রুমানা কে নিয়ে ও বের হয়েছে। বাচ্চাদের আসার ইচ্ছা থাকলেও ওদের রেখে এসেছে। মন চাইনি তবুও ওদের মঙ্গলের কথা ভেবে এটা রুমানা শেষ পর্যন্ত মেনে নিতে বাধ্য হয়েছে।

    আতিকের করোনা ভাইরাস প্রোকপ শুরুর পর বাসা থেকে অফিস করতে হচ্ছে। সারাদিন ল্যাবটপে মাথা গুঁজে আতিক প্রায় সারাদিন ব্যস্ত থাকে। ছোট আড়াই রুমের বাসার একটা রুম তাই আতিকের জন্য আটকানো থাকে।

    বাচ্চাদের স্কুল বন্ধ। ছুটা বুয়াকে দিয়ে কোন কাজ করানো যাচ্ছে না। বাচ্চাদের সামলিয়ে বাসার সব কাজ এক হাতে করতে গিয়ে রুমানার মাথা খারাপের জোগাড় হয়েছে আর কি !

    লেকের পাড়ে ওদের মত অনেক মানুষ বেড়াতে এসেছে। অনেকের সাথে বাচ্চাদের দেখে রুমানার বাচ্চাদের জন্য মন খারাপ লাগছে। ছোট মেয়েটা তো কান্নাকাটি শুরু করে দিয়েছিল।

    আতিক রুমানাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে বলে অনেক বুঝিয়ে রেখে এসেছে। বাসায় ফেরার পথে ওদের মন ভাল করার জন্য কিছু একটা নিয়ে যেতে হবে। গত কয় মাসে ওদের বাহিরে থেকে কোন কিছু দেওয়া হয়নি।

    কিছু দূরে একজন বাদাম বিক্রেতা দেখে বাদাম কেনার জন্য ডাক দিল রুমানা। লোকটা সামনে এসে যখন জানতে চাইলো কতটা দিবে। রুমানার মনে হলো লোকটা খুব চেনা।

    কিছুতেই বুঝতে পারছে না কিভাবে চেনে? বাদাম দিতে দিতে লোকটা বললো আপা আপনি মনে হয় আমাকে চিনতে পারেননি। আমি কামাল মিয়া আপনাদের বাসার সামনের হোটেলের কর্মচারী ছিলাম।

    হোটেল বন্ধ তাই বাদাম বিক্রি করে সংসার চালানোর চেষ্টা করে যাচ্ছি। তবে কতদিন এভাবে চলবে আল্লাহ জানে। অন্যদের মত আমাকেও শেষ পর্যন্ত গ্রামে ফিরে যেতে হবে।

    রুমানার মনটা কামাল মিয়ার কথা শুনে খুব খারাপ হয়ে গেল। বেশ কিছুদিন ধরে ও চেনাজানা অনেককেই দেখছে গ্রামে ফিরে যেতে। আজ বের হতে গিয়ে গলিতে অনেক টুলেট ওর চোখ এড়ায়নি।

    এভাবে করোনা যদি মানুষকে কর্মহীন করে ফেলে তাহলে কি হবে ভেবে ওর বেড়ানোর মুড একদম নষ্ট হয়ে গেল। রুমানা তাই বাসায় ফেরার জন্য আতিক কে তাড়া দিল ..

    লেখক: কবি, কথা সাহিত্যিক ও উন্নয়ন কর্মী

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img