রোকশানা লিপি:
বাবার মৃত্যুর পর অনেকটা উচ্ছলতায় ভাটি
ভাই বোনেরা কতোইবা কাছে টানতে পারে
ভাগ্যিস মায়ের আঁচল খালি হয়নি।
বাবার নির্ভেজাল ভালবাসার অভাব
অনেকটাই মা পুষিয়ে দিতেন
তবুও সহপাঠীদের আবদার আহলাদে
বাবাকে খুব মনে পড়তো।
সাহস করে কোন কিছু চাইতে পারতে না
সেই তুমি ছুটে চলতে নীরবে দুঃখ বয়ে।
এক এক করে স্কুলের গন্ডি পেরিয়েই
বিয়ের পিঁড়িতে বসতে হলো তোমাকে।
তোমার জবা বেলি আর হাসনা হেনার বাগানে
অসময়ের কড়া রোদ ঝলসে দিলো
সবুজ নরম কচিপাতাগুলো।
তুমি মাথা তুলে ঠিকই দাঁড়িয়ে রইলে
এক কালবৈশাখি ঝড়ের ক্ষণে।
তোমার সমস্ত শরীর জুড়ে নতুন পাতা গজালো
আবার তুমি শ্বাস নিলে প্রচন্ড খরায়।
প্রতিবাদহীন নিশ্চুপ পথচলায় অক্লান্ত
তুমি দৃঢ় মনোবলে নিজের গন্তব্যে।
আজও সেই তুমি ছুটে চলেছো নিরবধি
প্রবল ধ্বংসস্তুপের মাঝে মাথা তুলে।
লেখক: শিক্ষিকা ও কথা সাহিত্যিক