নিশাত জেসমিন:
নদী ও চাষীর গল্পে হয়েছিল
বাংলার কৃষকের স্বপ্ন বোনা
বহে জলবতী ধারা কুলকুল রবে
মাঠে ফলেছে সোনালী শষ্যকণা।
অসীমের ভেলায় চড়ে কেটেছিল
আহারে আমার বোকা শৈশব
ভাঙো দুর্দশার চক্র তোমরা
প্রাণ থেকে প্রাণে হোক নিত্য উৎসব।
সুফলা ধরিত্রীর বুকে কেবল
শুধুই ফল-ফসলের গান
মানুষ তার স্বপ্নের সমান বড়
এটা তোমার আশা জাগানিয়া শ্লোগান।
আমার উপস্হাপক জীবন তখন
তোমার সঙ্গে হয়েছিল অন্তরঙ্গ আলাপ
দেখ খর যৌবনের বন্দি বকছে
অপ্রস্তুত কলামে কি প্রলাপ!
যখন আমার ওড়াউড়ির দিন
কেবলই মনে হতো হারানো দিনের কথা
বিদায় বেলায় হয়নি বলা বিদায়,অবন্তী
এখনো হৃদয়ে বাজে সেই বিরহ ব্যথা!
তোমার সকল শূন্য করে গড়েছ
তুমি একটা জ্ঞানের বাতিঘর
হে কলম যোদ্ধা বিশ্বসাহিত্য কেন্দ্র
তোমার স্বপ্ন সাধনার স্বর্গীয় বাসর।
কি বলে তোমায় করব শ্রদ্ধা নিবেদন
আমি হারিয়ে ফেলেছি যত ভাষা
আল্লাহ তোমায় দিন নেক হায়াত
চৈতন্যের আলোকে হোক নিত্য যাওয়া -আসা।
(প্রিয় শিক্ষক ও বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ স্যারের জন্মদিনে কবি নিশাত জেসমিন কবিতা)