প্রভাতী সংবাদ ডেস্ক:
প্রেম চিরন্তন। কিন্তু প্রেম নিবেদন করার ক্ষেত্রে প্রথম স্বাক্ষাতের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম স্বাক্ষাতের পরেই নির্ভর করে প্রেম আদৌও হবে কি হবে না!
ধরেন, সম্প্রতি আপনার কোনও মেয়ের সঙ্গে সোশ্যাল মিডিয়া বা যে কোন অ্যাপসের মাধ্যমে পরিচয় হয়েছে । সেল ফোনে আপচারিতাও বেশ জমে উঠেছে। এখন আপনি ভাবছেন এখন সরাসরি দেখা করা দরকার। কিন্তু, প্রথম স্বাক্ষাতের দিনে নিন্মোক্ত ভুলগুলি কখনোই করা যাবে না। যদি করেন তাহলে আপনার সম্পর্ক কতদূর যাবে সেটা বলা বেশ দূস্কর।
১) প্রথম স্বাক্ষাতের দিনে আপনি আপনার বান্ধবীকে নিয়ে কোনও রেস্টুরেন্টে খেতে গেলেন। তার সাথে আপনার কথাবার্তা বেশ ভালই জমে উঠেছে! কিন্তু অর্ডার দেয়া খাবার আসতে দেরি হচ্ছে। আপনি হঠাৎ রেস্টুরেন্ট এর বয় বা ওয়য়েটার দের সাখে খারাপ আচারন করে বসলেন। এই আচরণ আপনার বান্ধবীর মনে সংশয় ও অসন্তোষ তৈরি করতে পারে। মনে রাখতে হবে আপনার ব্যবহারে প্রকাশ পাবে আপনার ব্যক্তিত্ব, রুচীবোধ।
২) কারও সঙ্গে প্রথম স্বাক্ষতের সময় আপনি যদি বারবার আপনার হাতে থাকা সেল ফোন ঘাটেতে থাকেন তাহলে আপনার সঙ্গী বিরক্ত হতে পারে। প্রথম স্বাক্ষাতে একে অপরের প্রতি মনোযোগী হতে হবে এবং যতটা বেশি সময় কাটানো যায় সেদিকে খেয়াল রাখতে হবে। খুব প্রয়োজনীয় ফোন না এলে কল রিসিভ না করাই ভাল। এক্ষেত্রে দুজন দুজনার সম্পর্কে গভীরভাবে জানার চেষ্টা করা উত্তম।
৩) প্রথম স্বাক্ষাতে আপনি নিজে অনেক বড় কিছু বা নিজের দাম্ভিকতা পরিহার করুন। বান্ধবীর পছন্দ-অপছন্দের বিষয়ে জানার আগ্রহ থাকা জরুরী। পুরোটা সময় আপনার নিজের সম্পর্কে বলে যাবেন না তাহলে আপনার প্রতি তার আগ্রহ হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রথম স্বাক্ষাতে নিজের প্রাক্তন প্রেমিকা নিয়ে আলোচনা করলে হিতে বিপরীত হতে পারে।
৪) রেস্টুরেন্টে খাবার অর্ডার করার আগে বান্ধবীর পছন্দ জেনে নেয়া খুবই জরুরী অথবা মেন্যু কার্ডটি তার হাতে দিয়ে বলুন পছন্দ করতে। । খাবরের শেষে বিল পরিশোধ করতে গিয়ে লক্ষ করুন আপনার বান্ধবীও বিল দেয়ার ব্যাপারে শেয়ার করতে আগ্রহী কিনা। যদি আগ্রহী থাকে তাহলে জোর করে নিজে পুরোটা দিতে না চেয়ে শেয়ার বিল করুন কারণ। কারণ অনেক স্বনির্ভর মেয়েরা এটা পছন্দ করে।
৫) হালকা হাসি, ঠাট্টা তামাশা করা যেতে পারে। কিন্তু খেয়াল রাখতে হবে সেটা যেন চটুল বা অশ্লিল পর্যায়ে না যায় অথবা কারো জন্য অসম্মানজনক না হয়। বুদ্ধিদীপ্ত, মার্জিত ও ব্যক্তিত্ব প্রকাশ পায় এমনভাবে কথা বলতে হবে।