More

    আজ ১১তম রমজান : রমজানুল মোবারক

    অধ্যাপক মনিরুল ইসলাম রফিক:

    আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ শুকরিয়া আমরা পবিত্র মাহে রমজানে রহমতের ১ম দশক অতিক্রম করে আজ মাগফিরাতের দশকে সন্তরণ শুরু করেছি। হুজুর (স.) আমাদের সিয়াম সাধনায় উৎসাহ দিতে গিয়ে বলেছেন, আউসাতুহু মাগফিরাহ অর্থাৎ মাহে রমজানের দ্বিতীয় দশক ক্ষমা প্রার্থনার ও ক্ষমা প্রাপ্তির। আসলে একজন বান্দার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় অর্জন আল্লাহ সুবহানাহু তায়ালার পক্ষ থেকে ক্ষমা ও মার্জনা লাভ। এখন সে সুযোগ আমাদের দ্বারপ্রান্তে, ইবাদত, রিয়াযত ও তওবা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। বস্তুত বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমার সুসংবাদ প্রাপ্তির চেয়ে আর কোন বড় পাওনা নেই। এজন্য মহানবী হজরত মুহাম্মদ (স.) তার প্রিয়তম স্ত্রীকে দোয়া মুনাজাত শিক্ষা দিতে গিয়ে বলেছেন, আয়েশা তুমি আল্লাহর কাছে বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারিম তুহিব্বুল আফওয়া, ফাফু আন্নি হে আল্লাহ! তুমি তো বড় ক্ষমাশীল, দয়াবান। ক্ষমা করাকে পছন্দ কর। সুতরাং আমাকে ক্ষমা কর।’ বস্তুত আখিরাতের হিসাব-নিকাশ এত জটিল ও ইনসাফপূর্ণ যে আল্লাহ যদি কাউকে পাকড়াও করতে চান তাহলে নিস্তার নেই। এক্ষেত্রে যদি তার দয়ায় ক্ষমার মওকা মিলে তাহলেই কেবল তার নাজাত সম্ভব। আমাদের জাতীয় কবি নজরুল এজন্য অত্যন্ত ব্যাকুল করা ফরিয়াদ করেছেন রোজ হাশরে আল্লাহ আমার করোনা বিচার/ বিচার চাহিনা চাহি খোদা করুণা তোমার…।’

    এসময় ক্ষমাপ্রাপ্তির জন্য আমাদের চিন্তা চেতনা ও আমলের মধ্যে শুদ্ধিতা আনতে হবে। বিখ্যাত সাহাবি হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (র.) হতে বর্ণিত আছে, হুজুরে করিম (স.) বলেছেন, এমন কোন বান্দা নেই, যে বেহুদা কথাবার্তা ত্যাগ করে আল্লাহ তায়ালার জিকির চর্চার সঙ্গে সঙ্গে তাঁর হালালকে হালাল জেনে এবং হারামকে হারাম মনে করে রোজা রাখবে এবং সমস্ত রমজানের মধ্যে কোন খারাপ কাজ করবে না। (তবে অবশ্যই) রোজার মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার সমুদয় গুনাহ মাফ করে দেয়া হয়। তার প্রত্যেক তাসবিহ ও তাহলিলের বিনিময়ে বেহেশতের মধ্যে একখানা প্রাসাদ তার জন্য তৈরি করা হয়।

    হুজুরে পুর নূর হজরত মুহাম্মদ (স.)-এর সুসংবাদ কার্যকর হওয়ার জন্য ও আখিরাতের পাথেয় লাভের জন্য আমাদের খুলুসিয়াতের সঙ্গে যথাযথভাবে সিয়াম সাধনায় কোশেশ করতে হবে। আমরা কখনও শয়তানি কুমন্ত্রণার সাড়া দেব না, লোভে পড়ে হারামের পথে অগ্রসর হবো না। হালাল রাহে দীনহীনভাবে হলেও চলার প্রত্যয়ী হবো। হারাম উপার্জন সমুদয় ইবাদত কবুলের পথের বড় অন্তরায়। বস্তুত হালাল পথে চলার জন্য নিজের ইচ্ছাশক্তিই যথেষ্ট। আল্লাহ পাক জঙ্গলের বিশাল হাতি, সাগরের তিমি ও অথৈ জলে পাথরের নিচে শুয়ে থাকা ছোট প্রাণীটিরও রিজিকের ব্যবস্থা করে দুনিয়াতে পাঠিয়েছেন। পরওয়ার দিগার আল্লাহতে উজাড় করা ইমান ও সাধ্যমতো শ্রমের মাঝে আমাদের সকলের জীবিকা এবং নাজাত উভয়টিই নিহিত। মাগফিরাতের দশকে বিষয়টি পূর্ণভাবে আমলে আনার চেষ্টা করতে হবে।

    Image 10000 44
    আজ ১১তম রমজান : রমজানুল মোবারক

    মহনবী (স.) ইরশাদ করেন যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে ‘কানা লাহু মাগফিরাহ’… তা তার জন্য ক্ষমা এবং দোজখ থেকে মুক্তির এক বিরাট ওয়াসিলা হয়ে থাকে। হজরত রাসুলে কারিম (স.) বলেছেন : ৪টি কাজ রমজান মাসে বেশি বেশি করবে। দুটি কাজ আল্লাহর জন্য আর দুটি কাজ যা না করলে তোমার উপায় নেই। তন্মধ্যে প্রথম দুটি হলো কালিমা- তাইয়্যেবা ও ইস্তেগফার আর অপর দুটি হলো বেহেশতের প্রত্যাশা এবং দোজখের অগ্নি থেকে পানাহ কামনা। (এমনিভাবে) যে ব্যক্তি এ মাসে কোন রোজাদারকে পানি পান করাবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে হাউসে কাউসারের পানি পান করাবেন। অতপর বেহেশতে প্রবেশ পর্যন্ত তার আর কোন পিপাসা হবে না।’ (বায়হাকি)। আখিরাতে নবীজীর হাতে হাউসে কাউসারের পানি পান করার সৌভাগ্য অনেক বড় প্রাপ্তি একজন আশেকে রাসুল বান্দার জন্য।

    আল্লাহ পাক আমাদের তোমার দয়া, রহমত ও মাগফিরাতের সামিয়ানার নিচে আশ্রয় পাওয়ার তাওফিক দান করুন। আমিন।

    সূত্র: দৈনিক জনকন্ঠ, প্রকাশিত-১৩/০৪/২০২২

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img