More

    চিকিৎসা সনদের অনুমোদন নেই সেই কিটো ডা. জাহাঙ্গীরের

    সাইনবোর্ডে, প্রেসক্রিপশনে যেসব ডিগ্রি ডা. জাহাঙ্গীর কবির উল্লেখ করেছেন সেগুলোর বিষয়ে এই পর্যন্ত কোনো আবেদনই করেননি বিএমডিসি’তে।

    উম্মে আম্মারা ইভা, ঢাকা:

    বিএমডিসি অনুমোদন না নিয়েই ডা. জাহাঙ্গীর কবীরের বিরুদ্ধে চারটি ডিগ্রি ব্যবহারের অভিযোগ উঠেছে যিনি কিটো পদ্ধতি নিয়ে আলোচনায় এসেছেন দেশব্যাপী।

    এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে তাকে চিঠি দেয় বিএমডিসি। ডিগ্রি ব্যবহারের অনুমোদন পেতে আবেদন না করার কথা স্বীকার করেছেন ডা. জাহাঙ্গীর কবীর নিজেও।

    বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ অনুযায়ী, দেশের চিকিৎসকরা তাদের সাইনবোর্ড, প্রেসক্রিপশন বা ভিজিটিং কার্ডে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি উল্লেখ করতে গেলে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন নেওয়া আবশ্যক।

    তবে এই আইন না মানেই চারটি ডিগ্রি দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছেন কিটো ডায়েটের পরামর্শ দিয়ে বিপুল জনপ্রিয়তা পাওয়া লাইফস্টাইল পরামর্শক ডা. জাহাঙ্গীর কবির।

    দেশের আইন অনুযায়ী, প্র্যাকটিস করা যে কোনো চিকিৎসককে তাদের অর্জিত ডিগ্রির সনদের কপি বিএমডিসিতে জমা দিয়ে ব্যবহারের আগেই অনুমোদন নিতে হয়। বিএমডিসি সেগুলো যাচাই করে একটি নিবন্ধন নম্বর প্রদান করার পরে ডিগ্রির তথ্য বিভিন্ন জায়গায় উল্লেখ করার অনুমতি দেওয়া হয়।

    সাইনবোর্ডে, প্রেসক্রিপশনে যেসব ডিগ্রি ডা. জাহাঙ্গীর কবির উল্লেখ করেছেন সেগুলোর বিষয়ে এই পর্যন্ত কোনো আবেদনই করেননি বিএমডিসি’তে।

    ডা. জাহাঙ্গীর এমবিবিএস ছাড়াও চারটি ডিপ্লোমা ডিগ্রি ব্যবহার করে আসছেন। এগুলো হলো ডিপ্লোমা মডিউল ইন ডায়াবেটিস (এডুকেশন ফর হেলথ), ডিপ্লোমা মডিউল ইন অ্যাস্থামা (এডুকেশন ফর হেলথ), ডিপ্লোমা মডিউল ইন সিওপিডি (এডুকেশন ফর হেলথ) এবং স্পিরো ৩৬০ স্পাইরোমেট্রি কোর্স (ওয়াশিংটন ইউনিভার্সিটি)। এর কোনোটিই তাকে ব্যবহারের অনুমোদন দেয়নি বিএমডিসি।

    চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিজের (এফডিএসআর) মহাসচিব চিকিৎসক ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন জানান, ‘ডা. জাহাঙ্গীর কবিরের ব্যবহার করা ডিগ্রিগুলোর একটার অনুমোদনও বিএমডিসি দেয়নি। এগুলো আসলে মানুষকে প্রলুব্ধ করার জন্য ব্যবহার করেছেন উনি। এটা এক ধরনের প্রতারণার শামিল এবং অবশ্যই নিয়ম লঙ্ঘন করা হয়েছে।’

    বিএমডিসির ডেপুটি রেজিস্ট্রার ডা. লিয়াকত হোসেন বলেন, ‘ডা. জাহাঙ্গীর কবির সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন তথ্য দিয়ে অনেকদিন ধরেই ভিডিও তৈরি করছেন। এই ভিডিওগুলোতে বেশ কিছু ত্রুটি রয়েছে। এ ছাড়া সাইনবোর্ড, প্রেসক্রিপশন প্যাডে বিভিন্ন ডিগ্রি ব্যবহার করছেন তিনি। এর মধ্যে এমবিবিএস-এর পর বাকিগুলোর কোনোটাই বিএমডিসি থেকে অনুমোদিত নয়। এমন একটি নমুনা প্রেসক্রিপশন প্যাড আমাদের হাতে ইতোমধ্যেই এসেছে।’

    এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠানো হয়েছে জানালেন তিনি। বললেন, ‘এই চিঠি হয়তো আজকালের মধ্যে উনার কাছে পৌঁছে যাবে। ওই চিঠিতে জানতে চাওয়া হয়েছে, তিনি কেন অনুমোদন ছাড়াই ওই ডিগ্রিগুলো ব্যবহার করছেন। আমাদের আইন অনুযায়ী, এটা কী ধরনের শাস্তিযোগ্য অপরাধ সেটাও উল্লেখ করা হয়েছে চিঠিতে। ব্যাখ্যা দিতে ১৫ দিনের সময় বেঁধে দেয়া হয়েছে তাকে।’

    বিএমডিসির পরবর্তী পদক্ষেপ জানতে চাইলে মো. লিয়াকত হোসেন জানান, ‘১৫ দিনে জবাব না এলে নিয়মানুয়ায়ী ধারাবাহিকভাবে তিনটা চিঠি তার কাছে পাঠানো হবে। এরপরেও জবাব না দিলে ডিগ্রিগুলো নকল ধরে নিয়ে র‌্যাবের সহায়তায় অভিযান পরিচালনা করা হবে তার কর্মস্থলে। আমাদের সংস্থার কর্মকর্তারা সেই অভিযানে যুক্ত থাকবেন।’

    এদিকে, ডিগ্রির অনুমোদনের বিষয়ে বিএমডিসিতে আবেদন না করার কথা স্বীকার করেছেন ডা. জাহাঙ্গীর কবির নিজে। তিনি বলেন, ‘বিএমডিসি থেকে কোনো চিঠি আমি এখনও পাইনি। যখন চিঠি আসবে তখন এ বিষয়ে কিছু বলতে পারবো। চিঠিতে কী জানতে চাওয়া হয়েছে, তা দেখে কী করণীয় সেটা নির্ধারণ করব।’

    করোনা টিকা নিয়ে ভুল ব্যাখ্যায় ক্ষমা প্রার্থনা ডা. জাহাঙ্গীরের

    করোনা ভাইরাসের টিকা নিয়ে নিজের দেওয়া ভুল ব্যাখ্যার জন্যে ক্ষমা চেয়েছেন ‘কিটো ডায়েট’ নিয়ে দেশে আলোচিত-সমালোচিত চিকিৎসক ডা. জাহাঙ্গীর কবির।

    সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজস্ব ভেরিফায়েড পেজ থেকে ভিডিও সরিয়ে নিয়ে মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে ক্ষমা চান তিনি।

    করোনার ভ্যাকসিন বিষয়ে কিছু তথ্য সহজভাবে বোঝাতে গিয়ে অসাবধানতা বশত ভুল ব্যাখ্যা দিয়েছেন বলে স্বীকার করে ফেসবুক স্ট্যাটাস বিস্তারিত তুলে ধরেছেন ডা. জাহাঙ্গীর কবির।

    ডা. জাহাঙ্গীরের বিরুদ্ধে অপচিকিৎসার অভিযোগ চিকিৎসকদের সংগঠনের

    ২ রা আগস্ট ডা. জাহাঙ্গীরকে অপচিকিৎসার অভিযোগ তুলে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিটিলিস চিঠি দিয়ে সতর্ক করেছে এবং ভুলগুলো তুলে ধরেছে।

    চিঠিতে সংগঠনটি উল্লেখ করেছে, আপনার সাম্প্রতিক সময়ের কর্মকাণ্ড আমাদের দৃষ্টিগোচর হওয়ায় এ চিঠি লিখতে হয়েছে। চিকিৎসক হিসেবে আমাদের যেমন নানারকম বিশেষ অধিকারের সাথে দায়িত্বও আছে।

    এফডিএসআর মনে করে, কোনো চিকিৎসকেরও দায়িত্বজ্ঞানহীন কাজ করার ও অসত্য বলার অধিকার নাই, এটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত। আপনি জীবনধারা পরিবর্তন ও এর মাধ্যমে নানারকম ক্রনিক রোগের চিকিৎসা করার দাবিও করেছেন।

    করোনা টিকা নিয়ে ভুয়া তথ্যপ্রচারে ​সমালোচনা’র ঝড়

    ডা. জাহাঙ্গীর চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক শিবির ক্যাডার অভিযোগ করে ডা. জাহিদুর আরও বলেন, ‘অবিলম্বে গুজব সৃষ্টিকারী এ জামাতিকে আইনের আওতায় আনা দরকার। বিএমডিসি নামক পচে যাওয়া প্রতিষ্ঠানটির কাছ থেকে কিছু আশা করি না, যা করার আইন শৃংখলা বাহিনীকেই ব্যবস্থা নিতে হবে।’

    তার এই ভিডিওবার্তা পুরোপুরি উদ্দেশ্যমূলক, একজন সদ্য এমবিবিএস পাস করা ডাক্তারের ইমিউনোলজি সম্পর্কে এর চেয়ে বেশি ধারণা থাকে বলে মত দেন ডা. জাহিদুর রহমান।

    ডা. জাহাঙ্গীরের মিথ্যাচার করেছেন সেগুলোর প্রতিটি বিষয় ব্যাখ্যা করে চিকিৎসক মারুফুর রহমান অপু ফেসবুকে এ পোস্ট দিয়েছেন।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img