More

    যশোর শিল্পকলা একাডেমির নির্বাচনে লাল-সবুজ জয়ী

    যশোর প্রতিনিধি:

    যশোর শিল্পকলা একাডেমির ত্রি-বার্ষিক নির্বাচনে লাল-সবুজ প্যানেল নিরংকুশ বিজয়ী হয়েছে। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিগত ৩ বারের সম্পাদক এড. মাহমুদ হাসান বুল্।ু এবার নিয়ে তিনি চতুর্থবারের মতো সম্পাদক নির্বাচিত হলেন।


    শনিবার (২ জুলাই) সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসমাঈল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, উৎসবমুখর পরিবেশে মধ্যদিয়ে শিল্পকলা একাডেমির নির্বাচন সম্পন্ন হয়। সকাল ১০৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। ৯৭৫ জন ভোটারের মধ্যে ৮৪০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে আটটি পদে অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলুর নেতৃত্বে লাল সবুজ পরিষদ ও রওশন আরা রাসুর নেতৃত্বে রংধনু পরিষদ থেকে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। লাল সবুজ পরিষদ পুরো প্যানেল জয় লাভ করেছে।
    ঘোষিত ফলাফলে লাল-সবুজ প্যানেলের সকল প্রার্থিকেই বিজয়ী ঘোষনা করা হয়। ফলাফলে সহ-সভাপতি পদে লাল-সবুজ প্যানেলে আহমেদ সাই বুলবুল ৪৪৪ ভোট ও সাজ্জাদুর রহমান খান বিপ্লব ৪৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাদের প্রতিদ্বন্দ্বী পদে রংধনু প্যানেলের জাহাঙ্গীর আলম ৩২২ ও আসাদ আসাদুজ্জামান ৩২২ ভোট পেয়েছেন।
    সম্পাদক পদে এড. মাহমুদ হাসান বুলু ৪৪০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি রংধনু প্যানেলের রওশন আরা রাশু পেয়েছেন ৩৭৯ ভোট।

    যুগ্ম সম্পাদক পদে লাল সবুজ প্যানেলের অনুপম দাস ৪২৯ ভোট ও চঞ্চল কুমার সরকার ৪৩৪ ভোট পেয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বি রংধনু প্যানেলের আনিসুজ্জামান পিন্টু ৩৩৫ ও নাসির উদ্দিন মিঠু পেয়েছেন ৩৫৭ ভোট।

    সদস্য পদে লাল সবুজ প্যানেলের শহিদুল হক বাদল ৪৩৯ বাসুদেব বিশ্বাস ৪৯২ ও আতিকুজ্জামান রনি ৪৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বি রংধনু প্যানেলের সাজ্জাদ গণি খাঁন রিমন ৩৬৯ ভোট, প্রদীপ চক্রবর্তী রানা ২৭৪ ভোট ও ফয়সাল খান ভোট পেয়েছেন ২৯৭ টি।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img